মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • গাজায় প্রাণঘাতী হামলায় ৫ ইসরায়েলি সেনার মৃত্যু চাকরি হারানোর আতঙ্কে রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা ১০ জুলাই দুপুর ২টায় প্রকাশ করা হবে এসএসসির ফল তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ সংশোধনী অবৈধ ঘোষণা হাইকোর্টের সংকটাপন্ন ফরিদা পারভীন, দেশবাসীর দোয়া চাইলেন স্বামী সংসার সামলে বিসিএসে সাফল্য, ইবি শিক্ষার্থী আরিফার অনন্য অর্জন ঝুঁকিনির্ভর তদারকিতে ব্যাংক খাত, রাজনৈতিক সংস্কারের তাগিদ গভর্নরের সাড়ে ১০ হাজার কোটি টাকা আদায়ে নিলামে উঠল এস আলমের সুগার কারখানা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় শুল্ক হ্রাসের সম্ভাবনা দেখছেন অর্থ উপদেষ্টা খালেদা জিয়ার কণ্ঠ নকল করে কোটি টাকার প্রতারণা? অনুসন্ধানে উঠছে রহস্যজনক তথ্য
  • ঐতিহ্যের ৯০ বছরে জয়ার নতুন রূপ—‘কুসুম’

    ঐতিহ্যের ৯০ বছরে জয়ার নতুন রূপ—‘কুসুম’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বর্তমানে চরম ব্যস্ত সময় পার করছেন সিনেমার প্রচার ও শুটিং নিয়ে। কখনো ঢাকার প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে সময় কাটাচ্ছেন, আবার কখনো পাড়ি দিচ্ছেন কলকাতার শুটিং ফ্লোরে—দিন কাটছে একেবারে দম ফেলার ফুরসত ছাড়াই।

    গত কোরবানির ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পায় তার দুটি ছবি—‘তাণ্ডব’ ও ‘উৎসব’। দুই ছবিই দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। এখনো সে আলোচনার রেশ কাটেনি, এরই মাঝে নতুন প্রজেক্টের জন্য ডাক এসেছে পশ্চিমবঙ্গ থেকে। ফলে নতুন সিনেমার প্রস্তুতি আর আগের ছবির প্রচার মিলিয়ে টানা ব্যস্ততায় রয়েছেন জয়া।

    অভিনয়ে নিজের স্বতন্ত্র স্টাইল ও গভীর অভিনয় দক্ষতায় দুই বাংলার চলচ্চিত্রেই তিনি তৈরি করেছেন নিজস্ব অবস্থান। তাই তার এ ব্যস্ততা শুধু পেশাগতই নয়, দর্শকদের চাহিদার প্রতিফলনও বটে।

    ১৮ জুলাই সেখানে মুক্তি পাচ্ছে জয়া অভিনীত ‘ডিয়ার মা’। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত সিনেমাটির মুক্তির আগেই এলো জয়ার আরও এক টালিউড সিনেমার মুক্তির ঘোষণা। আগামী ১ আগস্ট আলোর মুখ দেখছে ‘পুতুলনাচের ইতিকথা’।

    প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাচের ইতিকথা উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন সুমন মুখোপাধ্যায়। পুতুলনাচের ইতিকথা উপন্যাসের ৯০ বছর পূর্তি উপলক্ষে শশী, কুসুম ও কুমুদের জীবন মুক্ত হচ্ছে বড় পর্দায়।

    বাবা অরুণ মুখোপাধ্যায়কে পুতুলনাচের ইতিকথা উপন্যাসটি মঞ্চে নাট্যরূপ দিতে দেখেছিলেন সুমন মুখোপাধ্যায়। তাই মনে মনে স্বপ্ন দেখতেন, একদিন তিনিও এই কালজয়ী উপন্যাস নিয়ে কাজ করবেন। গত রোববার সোশ্যাল মিডিয়ায় সিনেমা মুক্তির খবর জানিয়ে নির্মাতা জানান, সেই স্বপ্নের দিকে যাত্রার শুরুটা হয়েছিল ২০০৮ সালে। অবশেষে ১৭ বছর পর তার সেই চেষ্টা সার্থক হচ্ছে।

    ফেসবুকে সুমন মুখোপাধ্যায় লেখেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের এই কালজয়ী উপন্যাস প্রথম প্রকাশ পায় ধারাবাহিকভাবে ১৯৩৪ থেকে ১৯৩৫ সালে। এই উপন্যাস রচনার ৯০ বর্ষপূর্তিতে মুক্তি পাচ্ছে আমাদের সিনেমা। এটা বানানোর প্রথম চেষ্টা করেছিলাম ২০০৮ সালে, কিন্তু নানা কারণে আটকে গেছে। ছবিটি যখন ১৪ বছরেও বানাতে পারিনি, তখন হাল ছেড়ে দিয়েছিলাম।

    কিন্তু নবারুণদার যুদ্ধ পরিস্থিতি উপন্যাসের একটা লাইন আমাকে আবার চাগিয়ে তুলল- ‘... হতাশ আর ভগ্নোদ্যম সেই সব মানুষ পুতুলের যান্ত্রিক জীবনের অপরূপ কাহিনী পুতুলনাচের ইতিকথা।’ মনে হলো এ তো আমাদের সময়ের কথা। আবার উঠেপড়ে লাগলাম।’

    নানা জটিলতা পেরিয়ে ২০২২ সালে পুতুলনাচের ইতিকথা সিনেমার শুটিং শুরু করেন সুমন। তিন বছর পর এবার মুক্তির পালা। এর আগে গত ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির প্রিমিয়ার হয়।

    ত্রিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত সময়টা উঠে আসবে পুতুলনাচের ইতিকথা সিনেমায়। মূল উপন্যাসে সময়টা ছিল আরও পেছনের। দর্শকের সামনে গল্পটা সহজবোধ্য করার জন্য খানিকটা এগিয়ে এনেছেন পরিচালক। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর শশী ও কুমুদের চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে।

    অন্যদিকে প্রচার ব্যস্ততার মাঝেই জয়া আহসান সম্প্রতি শেষ করেছেন কৌশিক গাঙ্গুলীর ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং। এটি দুই বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার সিক্যুয়েল। এবারও জয়ার সঙ্গে থাকছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। এ তিনজনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হচ্ছেন ইন্দ্রাশিস রায়। চলতি বছরেই সিনেমাটির মুক্তির সম্ভাবনা আছে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন