সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ঐশ্বরিয়া এবং মেয়েকে ঘিরে আবেগঘন আলাপ প্রকাশ করলেন অভিষেক

    ঐশ্বরিয়া এবং মেয়েকে ঘিরে আবেগঘন আলাপ প্রকাশ করলেন অভিষেক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের আলোচিত দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই সম্পর্কে বিচ্ছেদের নানা গুঞ্জন থাকলেও, এবার অভিষেক বচ্চন নিজেই নিজের পরিবার ও স্ত্রীকে নিয়ে মুখ খুলেছেন। গুঞ্জনের প্রাচুর্যের মাঝে তিনি স্ত্রী ঐশ্বরিয়ার প্রশংসা করতে ছাড়েননি এবং পরিবারের প্রতি তার আন্তরিক ভালোবাসা ব্যক্ত করেছেন।

    ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায় সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘নায়নদীপ রক্ষিত’-এর সঙ্গে এক খোলামেলা আড্ডায় অভিষেক বলেন, আমি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আরাধ্যার জীবন থেমে থাকে না। ঐশ্বরিয়া নিজেই আমাদের মেয়ের সব দায়িত্ব পালন করে। ও অসাধারণ একজন মা যে নিঃস্বার্থ সন্তানকে ভালোবাসে। মায়েরা আসলেই এক অন্যরকম শক্তি নিয়ে আসেন পরিবারে। সম্ভবত সে কারণেই আমাদের সবচেয়ে নির্ভরতার জায়গা মায়েরাই হয়ে ওঠেন।

    আরাধ্যার প্রসঙ্গে অভিষেক জানান, আমাদের মেয়ের কোনও ফোন নেই, সে  সোশ্যাল মিডিয়াতেও নেই। আমি মনে করি, ওকে যে মানসিকতা নিয়ে বড় করা হচ্ছে, সেটাও ওর নিজের চরিত্রের একটা বড় প্রমাণ। ও খুব সচেতন, দায়িত্বশীলভাবে বড় হচ্ছে। পরিবারের সবার সঙ্গে আনন্দ নিয়ে। ঐশ্বরিয়া ওকে সেভাবেই গড়ে তুলেছে।

    একমাত্র মেয়ে প্রসঙ্গে অভিনেত আআরো বলেন, ও যখন জন্মায়, আমার হাতের উপর পুরোটা ধরিয়ে রাখা যেত। আর এখন ও ঐশ্বরিয়ার চেয়েও লম্বা হয়ে গেছে। সময়ের সঙ্গে বড় হচ্ছে মেয়েটাও। অভিষেক আরও জানান, কিছুদিন ধরে তার আর ঐশ্বরিয়ার সম্পর্ক ভেঙে যাওয়ার গুজব অনলাইনে ছড়ালেও তা সম্পূর্ণ ভিত্তিহীন। এসব গুজব সম্পর্কে তিনি বলেন, লোকজন কীভাবে কীভাবে এমন কথা লিখে ফেলে। যাদের সম্পর্কে কিছু জানে না, তাদের নিয়েও কটু মন্তব্য করতে কুণ্ঠাবোধ করে না।

    অভিষেকের মতে, পরিবারকে সময় দেয়া, ভালোবাসা দেওয়া আর একে অন্যের পাশে থাকা এটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। দিন শেষে শান্তি মানেই হলো পরিবারের কাছে ফিরে আসা।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ