রবিবার, ০৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

    ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মুসলিম বিশ্বের টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসার দিকে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

    রবিবার (৬ জুলাই ২০২৫) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের ইসলামিক এনজিও নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

    প্রধান উপদেষ্টা বলেন, “আমরা আমাদের কার্যক্রমে নারীর ক্ষমতায়ন ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার ওপর বিশেষ গুরুত্ব দিই। যাদের আয় কম, তাদের স্বাস্থ্যগত সমস্যা বেশি হয়। সামাজিক ব্যবসা এই সমস্যা মোকাবিলার একটি কার্যকর মাধ্যম হতে পারে।”

    তিনি আরও বলেন, “সামাজিক ব্যবসার ধারণা শুধুমাত্র মুনাফার বাইরে গিয়ে মানুষের কল্যাণে কাজ করে। তরুণদের এ ধারায় যুক্ত হয়ে উদ্যোক্তা হয়ে উঠতে হবে। তাহলেই মুসলিম বিশ্বে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে।”

    সভায় অংশ নেওয়া বিভিন্ন দেশের এনজিও নেতারা জানান, প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসা মডেল তাদের দেশে ইতোমধ্যেই অনুপ্রেরণা জুগিয়েছে। অনেক সংগঠন এই মডেল অনুসরণ করে প্রকল্প গ্রহণ করেছে এবং সফল হয়েছে।

    উপস্থিত বিশিষ্টজন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—

    তুরস্কের ইউনিয়ন অব এনজিওস অব দ্য ইসলামিক ওয়ার্ল্ড (ইউএনআইডব্লিউ)-এর সেক্রেটারি জেনারেল আইয়ুপ আকবাল,

    টার্কিশ আমেরিকান অ্যাসোসিয়েশন্স (এটিএএ)-এর প্রতিনিধি মুহাম্মদ হুসেইন আক্তা,

    মালয়েশিয়ার ওয়াদাহ ও ইউএনআইডব্লিউয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ফাওয়াজ বিন হাসবুল্লাহ,

    পাকিস্তানের আলখিদমত ফাউন্ডেশন-এর প্রেসিডেন্ট মুহাম্মদ আবদুস শাকুর,

    ইন্দোনেশিয়ার ইউএনআইডব্লিউ অডিটিং বোর্ড সদস্য ড. সালামুন বশরি।

    বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিআইআইটি-এর প্রেসিডেন্ট প্রফেসর মাহবুব আহমেদ,

    সাওয়াব-এর চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান,

    কৃষিবিদ গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল,

    বিআইআইটির মহাপরিচালক ও আইআইআইটি বাংলাদেশ-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. এম আবদুল আজিজ।

    সভায় অংশগ্রহণকারীরা মুসলিম বিশ্বে সামাজিক উদ্যোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং প্রযুক্তির প্রসারে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন