জেমসের মঞ্চে দুই ভাইয়ের চমক


বাংলাদেশের ব্যান্ড সংগীত অঙ্গনে নগর বাউল এক অনন্য নাম। ব্যান্ডটির প্রাণপুরুষ মাহফুজ আনাম জেমস শুধু দেশের নয়, বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। দেশ-বিদেশের মঞ্চ কাঁপানো এই রকস্টার বর্তমানে তাঁর ব্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। এরই মধ্যে কয়েকটি সফল কনসার্ট অনুষ্ঠিত হয়েছে, আর সামনে রয়েছে আরও একাধিক কনসার্ট, চলবে আগস্ট পর্যন্ত।
এর মধ্যে আগামী ২ আগস্ট ‘ফ্রিডম হাই স্কুল’, উডব্রিজ, ভার্জিনিয়ায় কনসার্ট করার কথা রয়েছে। যেখানে জেমসের সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় দুই গায়ক এবং আপন ভাই—প্রতীক হাসান ও প্রীতম হাসান। বর্তমানে তারা দুজনেই আমেরিকায় অবস্থান করছেন।
এ কনসার্টটি আয়োজন করছে স্বাধীন বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন ইউএসএ, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এবং একাত্তর ফাউন্ডেশন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জেমস, প্রতীক হাসান ও প্রীতম হাসানকে একসঙ্গে একই মঞ্চে দেখার জন্য প্রবাসী বাংলাদেশিরা উন্মুখ হয়ে আছেন। বিশেষ করে জেমসের জনপ্রিয়তা দেশ ও দেশের বাইরে সমান থাকায় তাকে দেখার জন্য দর্শকদের আগ্রহ সবসময়ই বেশি থাকে। পাশাপাশি প্রতীক ও প্রীতমের গ্রহণযোগ্যতাও এখন যথেষ্ট ভালো। তাই দেশের সংগীতের এই জনপ্রিয় তিনজনকে একত্র করতে পেরে আয়োজকরা আনন্দিত। এদিকে, ৫ জুলাই নিউইয়র্কে আরও একটি কনসার্ট করেছে নগর বাউল। সামনে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি রাজ্যে কনসার্ট করার পরিকল্পনা রয়েছে দলটির।
দৈএনকে/ জে. আ
