সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • অভিনেতার মৃত্যু ঘিরে রহস্য, বাসায় মিলল নিথর দেহ

    অভিনেতার মৃত্যু ঘিরে রহস্য, বাসায় মিলল নিথর দেহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হলিউডের জনপ্রিয় অভিনেতা মাইকেল ম্যাডসেন আর নেই। তার মুখপাত্র গণমাধ্যমে জানায় বৃহস্পতিবার (৩ জুলাই) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মালিবুতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। 

    লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের বরাত দিয়ে পিপলসের প্রতিবেদনে জানায়, ম্যাডসেনের মরদেহ বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পুলিশের প্রাথমিক তদন্তে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের ইঙ্গিত পাওয়া যায়নি। মাইকেল ম্যাডসেন ১৯৫৭ সালের ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন দমকলকর্মী এবং মা চলচ্চিত্র নির্মাতা। তার বোন ভার্জিনিয়া ম্যাডসেনও একজন জনপ্রিয় অভিনেত্রী।

    চার দশকের অভিনয়জীবনে তিন শতাধিক চলচ্চিত্র ও টেলিভিশন প্রজেক্টে কাজ করেছেন এই অভিনেতা। তবে কুইন্টিন টারান্টিনোর ‘রেজারভোয়ার ডগস’-এ‘মিস্টার ব্লন্ড’ এবং ‘কিল বিল’ সিরিজে ‘বাড’-এর চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেন তিনি। টারান্টিনোর আরও কিছু ছবিতেও দেখা গেছে তাকে—যেমন ‘দ্য হেটফুল এইট’ ও ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’।

    তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে—‘থেলমা অ্যান্ড লুইস’, ‘ফ্রি উইলি’, ‘ডনি ব্রাসকো’, এবং ‘জেমস বন্ড’ সিরিজের ‘ডাই অ্যানাদার ডে’।

    সিনেমার পাশাপাশি ভিডিও গেমের জগতে কণ্ঠশিল্পী হিসেবেও জনপ্রিয় ছিলেন ম্যাডসেন। ‘গ্র্যান্ড থেফট অটো থ্রি’-এ তার কণ্ঠ ব্যবহার করা হয়। তিনি বেশ কয়েকটি কবিতার সংকলনও প্রকাশ করেছিলেন। মৃত্যুর আগে তিনি তার নতুন বই ‘টিয়ারস ফর মাই ফাডার’ প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন। 

    সম্প্রতি ম্যাডসেন স্বাধীন চলচ্চিত্রে কাজ করছিলেন এবং ‘রেজারেকশন রোড’, ‘কনসেশনস’ ও ‘কুকবুক ফর সাউদার্ন হাউজওয়াইভস’ নামের কয়েকটি প্রজেক্টে অভিনয় শেষ করেছিলেন। তার ম্যানেজার রন স্মিথ জানান, মাইকেল জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার জন্য ভীষণভাবে আশাবাদী ছিলেন।  


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ