মেসির মায়ামির নজর এবার ডি পলে, প্রস্তাব গেল বিশ্বজয়ী আর্জেন্টাইনকে


আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) এক নতুন মাত্রা যোগ হয়েছে। মেসির উপস্থিতিতে ক্লাবটির জনপ্রিয়তা আকাশচুম্বীভাবে বেড়েছে—সমর্থক সংখ্যা, সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারী, জার্সি ও টিকিট বিক্রি—সব কিছুতেই লাফ দিয়েছে মায়ামি। মাঠের পারফরম্যান্সেও এসেছে সাফল্য, মেসির নেতৃত্বে ইতোমধ্যে কয়েকটি শিরোপা জিতেছে দলটি।
তবে এখানেই থেমে থাকতে চাইছে না ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটি। ভবিষ্যতের পরিকল্পনায় তারা দলে আনতে চায় আরও এক বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকাকে, যাতে করে দলের অভিজ্ঞতা ও তারকাখ্যাতি আরও সমৃদ্ধ হয়। মায়ামির লক্ষ্য এখন শুধু মার্কিন ফুটবলে আধিপত্য নয়, আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রভাব বাড়ানো।
আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে দলে টানতে আগ্রহী হয়ে উঠেছে এমএলএসের ক্লাব ইন্টার মায়ামি। আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, লিওনেল মেসির ক্লাব মায়ামি থেকে একটি প্রস্তাব পেয়েছেন ডি পল। যদিও স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে তার বর্তমান চুক্তি ২০২৬ সালের জুন পর্যন্ত বহাল রয়েছে।
সূত্র মতে, ডি পল যদি মায়ামির প্রস্তাবে আগ্রহ দেখান, তাহলে শুরু হবে দুই ক্লাবের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা। তবে এখনো পর্যন্ত ইন্টার মায়ামি অ্যাতলেটিকোর সঙ্গে কোনো ধরনের দর-কষাকষিতে যায়নি। আপাতত তারা অপেক্ষায় আছে ডি পলের প্রতিক্রিয়ার।
৩১ বছর বয়সী এই মিডফিল্ডার ২০২১ সালের জুলাইয়ে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দেন। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে খেলেছেন ১৮৭টি ম্যাচ এবং গোল করেছেন ১৪টি। এর আগে তিনি খেলেছেন ভ্যালেন্সিয়া, আর্জেন্টিনার রেসিং ক্লাব ও ইতালিয়ান ক্লাব উদিনেসের হয়ে।
আর্জেন্টিনা জাতীয় দলে কোচ লিওনেল স্কালোনির অধীনে নিয়মিত মুখ হয়ে উঠেছেন ডি পল। মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং রক্ষণ-আক্রমণ সংযোগে তার ভূমিকা অপরিহার্য হয়ে উঠেছে। পাশাপাশি, জাতীয় দলের হয়ে দীর্ঘদিনের সতীর্থ লিওনেল মেসির সঙ্গে তার দারুণ বন্ধুত্ব রয়েছে, যা এই সম্ভাব্য দলবদলে বড় প্রভাব ফেলতে পারে।
উল্লেখযোগ্যভাবে, মায়ামির বর্তমান কোচ হাভিয়ের মাশ্চেরানো—যিনি জাতীয় দলের সাবেক তারকা এবং ডি পলের সতীর্থ ছিলেন। ফলে ডি পলকে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে মেসি ও মাশ্চেরানোর যৌথ ভূমিকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সবমিলিয়ে, যদি এই দলবদল বাস্তবায়িত হয়, তাহলে মেসির সঙ্গে মাঠ ভাগাভাগির সুযোগ পাবেন ডি পল, আর ইন্টার মায়ামি পাবে আরও এক বিশ্বকাপজয়ী তারকাকে।
