মেন্ডিসের দৃঢ় ব্যাটিংয়ে লঙ্কানদের বড় সংগ্রহের আশা


পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। ইনিংসের মাঝপথে ভালো ছন্দে রয়েছে দলটি। ৩১.৩ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৬১ রান, যেখানে দলের রান টানছেন অভিজ্ঞ ব্যাটার কুশল মেন্ডিস। তাঁর ব্যাটে ভর করে বড় স্কোরের দিকে তাকিয়ে আছে লঙ্কানরা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা থাকার ফলে পাল্লেকেলেতে সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে কার্যত ফাইনালে। টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা শুরুতেই ধাক্কা খায়। ইনিংসের দ্বিতীয় ওভারেই মাত্র ১ রানে ফিরে যান ওপেনার নিশান মাদুশকা। তাকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তানজিম হাসান সাকিব।
তবে এরপর চাপ সামাল দিতে দ্বিতীয় উইকেটে দায়িত্বশীল ব্যাটিং করেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। নিশাঙ্কা ৩৫ রান করে আউট হলেও মেন্ডিস এখনো ক্রিজে জমে আছেন এবং খেলছেন নান্দনিক এক ইনিংস। ৩১.৩ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১৬১ রান। মেন্ডিস ৬৭ রান নিয়ে ব্যাট করছেন, ইনিংস সাজিয়েছেন ৭টি চারের মারে। তার সঙ্গে রয়েছেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা, যিনি খেলছেন ৩৯ রানের কার্যকরী ইনিংস।
বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম একটি করে উইকেট নিয়েছেন। যদিও মিরাজ তুলনামূলক নিয়ন্ত্রিত বোলিং করেছেন, অন্য প্রান্ত থেকে রান আটকাতে কিছুটা বেগ পেতে হচ্ছে সফরকারীদের।
এ ম্যাচে বাংলাদেশ একাদশে এনেছে কিছু পরিবর্তন। দলটি খেলছে এই একাদশ নিয়ে:
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, শামিম হোসেন, তাওহীদ হৃদয়, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, জাকের আলি (উইকেটকিপার), তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
দুই দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ এই ম্যাচ। শ্রীলঙ্কা ভালো অবস্থানে থাকলেও বাংলাদেশ বোলাররা দ্রুত কয়েকটি উইকেট তুলে নিতে পারলে ম্যাচে ফিরতে পারে এবং সিরিজ জয়ের সম্ভাবনাও উজ্জ্বল হয়ে উঠতে পারে।
