ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি


ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে সেখানে আটকে পড়া আরও ৩২ বাংলাদেশি নাগরিক নিরাপদে দেশে ফিরেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, মঙ্গলবার ভোরে দুটি পৃথক ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। প্রথম ফ্লাইটে ২২ জন এবং পরবর্তী ফ্লাইটে সকালেই আরও ১০ জন বাংলাদেশে ফেরেন।
এই প্রবাসীদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবিড় সমন্বয়ে কাজ করেছে বলে জানানো হয়। এর আগে আরও কয়েক দফায় বেশ কয়েকজন বাংলাদেশিকে সংঘাতপীড়িত অঞ্চল থেকে উদ্ধার করে আনা হয়েছিল।
জানা যায় তারা সড়কপথে তেহরান থেকে মাশহাদ গমন করেন এবং সেখান থেকে বিমান যোগে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ হয়ে ঢাকা পৌঁছান। ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের এ প্রত্যাবাসন সমন্বয় করেছে ।
এছাড়াও ৩০ জনের আরেকটি গ্রুপকে ১৩ জুলাই পাঠানোর প্রস্তুতিও নেয়া হচ্ছে। টিকেট প্রাপ্তি সাপেক্ষে তৃতীয় গ্রুপ ঢাকায় ফিরবে বলে জানিয়েছেন তেহরানে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী।
তবে ইরানের পরিস্থিতি আগের চেয়ে ভালো জানিয়ে তিনি বলেন, ‘তেহরানে বিমানবন্দর এখনও চালু হয়নি। রাজধানী থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে মাশাদ শহর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে। সেখানে পৌঁছাতেও প্রায় ১৫ ঘণ্টা লাগতে পারে। সেজন্য ৬ জুলাই ৩২ জনের গ্রুপটি তেহরান থেকে রওনা হবে। এজন্য নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গেও আমরা যোগাযোগ করেছি।’
