রবিবার, ০৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র, প্রতিরোধে সক্রিয় আইডিএফ

    ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র, প্রতিরোধে সক্রিয় আইডিএফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী (আইডিএফ)।

    টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, শনিবার (৫ জুলাই) মধ্যরাতের পর ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার আগেই শনাক্ত ও ধ্বংস করা সম্ভব হয়েছে।

    ক্ষেপণাস্ত্রটি ছোড়ার সঙ্গে সঙ্গে সতর্কতা হিসেবে মৃত সাগর ও জুডিয়ান মরুভূমি অঞ্চলে সাইরেন বাজানো হয়, যাতে স্থানীয় বাসিন্দারা দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারেন।

    ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানানো হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই হামলা ইসরায়েলের ওপর আঞ্চলিক চাপের অংশ হতে পারে, যার জবাবে দেশটি প্রতিরক্ষা প্রস্তুতি আরও জোরদার করছে।
    ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) মধ্যরাতের পর ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় করা হয়, এবং শেষ পর্যন্ত সেটি সফলভাবে প্রতিরোধ করা গেছে। ক্ষেপণাস্ত্রটি ছোড়ার পর মৃত সাগর ও জুডিয়ান মরুভূমি এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়, যাতে সাধারণ জনগণ নিরাপদ আশ্রয়ে যেতে পারে। খবর টাইমস অব ইসরায়েলের। 

    আইডিএফ এক বিবৃতিতে জানায়, ‘ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী সেটি প্রতিহত করতে কাজ করছে।’ 

    তারা জনগণকে আইডিএফ হোম ফ্রন্ট কমান্ড-এর নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে, যদি কোনো সতর্কতা বা নির্দেশনা দেয়া হয়। এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তা বাহিনী পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

    প্রসঙ্গত, ইয়েমেনের হুথি গোষ্ঠী এর আগেও ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে অভিযোগ রয়েছে, বিশেষত গাজা যুদ্ধ শুরুর পর থেকে।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং আকাশপথে যে কোনো আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত বলে জানিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ