সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক
  • ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা

    ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের বাড়াতে ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (৭ জুলাই) ভোরে চালানো এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

    ইসরায়েলের দাবি, হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার জবাবে এই অভিযানের আয়োজন করা হয়েছে। প্রায় এক মাস বিরতির পর হুতি নিয়ন্ত্রিত স্থাপনায় আবারও ইসরায়েলি হামলা চালানো হলো।

    সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, হুদাইদা প্রদেশের হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্র ছিল হামলার মূল লক্ষ্য।

    স্থানীয় বাসিন্দারা জানান, লোহিত সাগরের তীরবর্তী হোদাইদা শহরের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটি হামলায় ধ্বংস হয়ে পড়েছে। এর ফলে পুরো শহরে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।

    হুতি পক্ষ দাবি করেছে, তারা নিজস্বভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বেশ কয়েকটি হামলা প্রতিহত করেছে।

    হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম ‘আল-মাসিরা’ জানিয়েছে, হামলার আগে ইসরায়েলি বাহিনী বন্দর এলাকাগুলো থেকে সাধারণ মানুষকে সরে যেতে সতর্ক করেছিল।

    এছাড়া, ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী, তারা রাস ইসা বন্দরে ‘গ্যালাক্সি লিডার’ নামের একটি বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের শেষদিকে হুতিরা জাহাজটি জব্দ করেছিল।

    প্রসঙ্গত, গাজায় ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি অভিযান শুরুর পর থেকেই ইয়েমেনভিত্তিক হুতি যোদ্ধারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও আশপাশের অঞ্চলে ইসরায়েলসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। এতে আন্তর্জাতিক বাণিজ্যপথে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

    সূত্র: রয়টার্স


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ