আবার হামলা হলে ধ্বংসাত্মক প্রতিশোধ আসবে: ইরান


ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েল যদি ভবিষ্যতে কোনো ধরনের আগ্রাসনে জড়ায়, তাহলে ইরানের সেনাবাহিনী আরও কঠোর ও বিধ্বংসী প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি জানান, প্রতিরক্ষা নয়, এবার ইরানের জবাব হবে আরও আক্রমণাত্মক এবং কার্যকর।
ইরানি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দখলদার শাসকগোষ্ঠীর যেকোনো সম্ভাব্য আক্রমণের প্রতি আমাদের প্রতিক্রিয়া হবে ভয়াবহ। আক্রমণের তীব্রতা ও কার্যকারিতা এমন এক স্তরের পরিণতি বয়ে আনবে, যা গভীর অনুশোচনা জাগিয়ে তুলবে।
ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ইরানের বিজয় সম্পর্কে বিশ্বব্যাপী বিশেষজ্ঞ মতামতের কথা উল্লেখ করে শেকারচি বলেন, ‘আমরা ১২ দিনের যুদ্ধে জয়লাভ করেছি এবং ইহুদিবাদী শাসনব্যবস্থার ওপর একটি গুরুতর আঘাত করেছি।’
ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ধারাবাহিক প্রতিশোধমূলক পদক্ষেপের কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমরা আমাদের হামলার মাধ্যমে এই অপরাধী শাসনতন্ত্রকে তার আগ্রাসন বন্ধ করতে বাধ্য করেছি।’
শেকারচি ইরানের সশস্ত্র বাহিনীর মধ্যে উচ্চস্তরের প্রস্তুতির ওপর জোর দিয়ে কঠোর সতর্কবার্তা দেন। বলেন, ‘যদি ইসরায়েল আরও কোনো পদক্ষেপ শুরু করে, তবে তাদের একটি শক্তিশালী প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।’
গত ১৩ জুন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে নজিরবিহীন আগ্রাসন শুরু করে, যার ফলে অনেক উচ্চপদস্থ সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। প্রাণ হারান বহু বেসামরিক নাগরিকও। তেহরান জানায়, হামলায় ৯০০ জনেরও বেশি বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্র ও সামরিক স্থাপনাসহ বহু ভবন।
প্রতিক্রিয়ায়, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে একটি শক্তিশালী এবং অভূতপূর্ব প্রতিশোধমূলক অভিযান শুরু করে। অপারেশন ট্রু প্রমিজ থ্রি অভিযানে প্রথমবারের মতো অভ্যন্তরীণভাবে উন্নত নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেহরান।
শত শত ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয় এবং দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডজুড়ে গুরুত্বপূর্ণ সামরিক, গোয়েন্দা, শিল্প, জ্বালানি ও গবেষণা স্থাপনায় আঘাত হানে। ১২ দিনের সংঘাতের পর ২৪ জুন যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয় উভয়পক্ষের হামলা পাল্টা হামলা।
