মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • গর্ভবতী নারী কর্মকর্তাকে রাঙামাটিতে বদলি: বেতারের ডিজির বিরুদ্ধে ‘অমানবিকতা’র অভিযোগ আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে এনসিপি: নাহিদ ইসলাম মেন্ডিসের দৃঢ় ব্যাটিংয়ে লঙ্কানদের বড় সংগ্রহের আশা যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় জমায়েত নিষিদ্ধ ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ: মালয়েশিয়া ফেরত চারজন ৪ দিনের রিমান্ডে অভিষেকেই চমক, এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ প্রশাসনিক স্থবিরতার কারণেই ‘মব কালচার’ বৃদ্ধি পাচ্ছে: রিজভী গাজায় প্রাণঘাতী হামলায় ৫ ইসরায়েলি সেনার মৃত্যু চাকরি হারানোর আতঙ্কে রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা
  • সংকটাপন্ন ফরিদা পারভীন, দেশবাসীর দোয়া চাইলেন স্বামী

    সংকটাপন্ন ফরিদা পারভীন, দেশবাসীর দোয়া চাইলেন স্বামী
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশবরেণ্য লালন সংগীতশিল্পী ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শিল্পীর শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন তার স্বামী, বিশিষ্ট যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম।

    সোমবার (৮ জুলাই) সকালে ভাওইয়া সংগীতশিল্পী ও গীতিকার একে এম মোস্তাফিজুর রহমান জানান, সকালে গাজী ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি জানালেন, ফরিদা আপার অবস্থা এখনো সংকটাপন্ন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফরিদা আপার জন্য।


    এদিকে, ফরিদা পারভীনের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় পরিবারে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, গাজী ভাই খুব কষ্ট পেয়েছেন। পরিবারের সবার খারাপ লেগেছে। তিনি অনুরোধ জানিয়েছেন, কেউ যেন এমন ভুয়া তথ্য না ছড়ায়।


    ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা, শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। নিয়মিত ডায়ালাইসিস করতে হয় তাকে। গত ৫ জুলাই ডায়ালাইসিসের সময় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কেবিনে চিকিৎসাধীন আছেন।


    রাজশাহীতে বেড়ে ওঠা ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৭০-এর দশকে লালন সংগীতে মনোনিবেশ করে দেশে খ্যাতি অর্জন করেন।

    ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদকে ভূষিত হন। এছাড়াও ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার অ্যাওয়ার্ড এবং ১৯৯৩ সালে চলচ্চিত্রে গাওয়া গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

    দেশের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখা এই শিল্পীর সুস্থতা কামনায় দেশজুড়ে সংগীতপ্রেমীরা প্রার্থনা করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ