সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • গানের মাঝেই ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি মার্কিন পপ তারকা বিয়ন্স

    গানের মাঝেই ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি মার্কিন পপ তারকা বিয়ন্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন পপ তারকা বিয়ন্সের কনসার্টে বরাবরই দর্শকের ভিড় থাকে। সম্প্রতি একটি কনসার্টে অংশ নেন গায়িকা আর সেখানেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। গত ২৮ জুন হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ‘কাউবয় কার্টার’ ট্যুরের অংশ হিসেবে পারফর্ম করছিলেন মার্কিন পপ তারকা বিয়ন্সে। গানের এক পর্যায়ে তিনি একটি ঝুলন্ত লাল গাড়িতে করে দর্শকদের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন। ঠিক তখনই প্রযুক্তিগত ত্রুটির কারণে গাড়িটি হঠাৎ করে কাত হয়ে পড়ে, যা উপস্থিত সবাইকে আতঙ্কিত করে তোলে।

    পরিস্থিতি বুঝে দ্রুত প্রতিক্রিয়া জানান ৪৩ বছর বয়সী ‘সিঙ্গেল লেডিজ’ খ্যাত এই গায়িকা। চিৎকার করে তিনি বলেন, “স্টপ! স্টপ! স্টপ!” এবং টেকনিক্যাল টিমকে সহায়তা করতে বলেন। এরপর গাড়িটি ধীরে ধীরে নিচে নামানো হয় এবং সৌভাগ্যবশত কেউ আহত হননি।ঘটনার পর কিছু সময় মঞ্চের বাইরে থাকলেও বিয়ন্সে ফিরে এসে পরিবেশনা শেষ করেন এবং ভক্তদের উদ্দেশে বলেন, “যদি আমি কখনও পড়ে যাই, আমি জানি তোমরা আমাকে ধরে ফেলবে।” তার দল পরে জানায়, এটি একটি প্রযুক্তিগত ত্রুটি ছিল, যা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়। 

    এটি প্রথমবার নয়, ‘কাউবয় কার্টার’ ট্যুরে বিয়ন্সে প্রযুক্তিগত সমস্যার মুখে পড়লেন। এর আগে মে মাসে লস অ্যাঞ্জেলেসে এক পরিবেশনায় রোবটিক বাহু ভুলভাবে মদ ঢেলে ফেলে দেয় বিয়ন্সের সোনালি আসনের উপর।

    গায়িকার ভক্তদের অনেকেই এই ঐ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারকরছেন। তারা বলছে প্রতিবারই বিয়ন্সে তার পেশাদারিত্ব ও স্থিরতা দিয়ে প্রমাণ করেছেন, তিনি কেবল একজন শিল্পী নন, বরং একজন স্টেজ কমান্ডার।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ