সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সংযুক্ত আরব আমিরাতে ফেনী প্রবাসী ফোরামের মিলনমেলা অনুষ্ঠিত

    সংযুক্ত আরব আমিরাতে ফেনী প্রবাসী ফোরামের মিলনমেলা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতের ফেনী প্রবাসী ফোরামের মিলনমেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জুন) রাতে শারজার নূর আল হেলাল রেস্টুরেন্টের পার্টি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে তিন উপদেষ্টাসহ সতের জন বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। 

    সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ইঞ্জিনিয়ার মীর মোশারফ হোসেন। সদস্য সচিব মোহাম্মদ আবু নাছের তছলিমের সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- ফেনী প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রেজাউল করিম স্বপন, কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, দুবাই বাংলাদেশ সমিতির সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব সৈনিক।

    এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ফরিদপুর সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার মিজানুর রহমান, লেডিস গ্রুপের সভাপতি লাবণ্য আদিল, টাঙ্গাইল প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি শহিদুল হক, মিরসরাই সমিতির সভাপতি নুরুল আনোয়ার, ব্যবসায়ী সেলিম রেজা প্রমুখ।

    সংগঠনের আহবায়ক ইঞ্জিনিয়ার মীর মোশারফ হোসেন জানান, আমিরাতে বসবাসকারী ফেনীবাসীকে ঐক্যবদ্ধ রাখার উদ্দেশ্যে সংগঠনটি পরিচালিত হচ্ছে। বিশেষ করে অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানো, মৃত প্রবাসীদের মরদেহ দেশে প্রেরণ, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ প্রদান করাই তাদের প্রধান লক্ষ্য। 

    অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের বিশেষ সম্মাননা, শিশু-কিশোরদের প্রতিযোগীতা, র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী আয়োজনে ভিন্নমাত্রা যোগ করে। এসময় দুবাই বাংলাদেশ সমিতি, বরিশাল প্রবাসী কল্যাণ সমিতি, ফরিদপুর সমিতি, টাঙ্গাইল জেলা প্রবাসী কল্যাণ সমিতি, বাংলাদেশ লেডিস গ্রুপ, কুমিল্লা জেলা সমিতি, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, মিরসরাই সমিতি ও সাংবাদিক নেতারা নবগঠিত ফেনী প্রবাসী ফোরামকে শুভেচ্ছা জানান।  

    এরআগে সংগঠনটির ঘোষিত আহবায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন- আহবায়ক ইঞ্জিনিয়ার মীর মোশারফ হোসেন, সদস্য সচিব মোহাম্মদ আবু নাছের তছলিম, যুগ্ম সচিব-অর্থ ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ভূঁইয়া, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াস উদ্দিন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ গোলাম আজম, মোহাম্মদ হারুন, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ নুরুল আফসার, ইঞ্জিনিয়ার আবুল মনসুর, মোহাম্মদ নিজামুদ্দিন, যুগ্ম সচিব মোহাম্মদ শেখ ফরিদ, মোহাম্মদ নুরুদ্দিন নাসির, মোহাম্মদ কবির আহমদ পাটোয়ারী ও সদস্য মোহাম্মদ নুরুল আফসার। এ ছাড়া প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রেজাউল করিম (স্বপন) এবং উপদেষ্টা হলেন মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া ও মোহাম্মদ আব্দুল গনি চৌধুরী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন