সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সংযুক্ত আরব আমিরাতে আজমান প্রদেশে বাংলাদেশ সমিতিতে কনস্যুলেট সেবা র উদ্বোধন

    সংযুক্ত আরব আমিরাতে আজমান প্রদেশে বাংলাদেশ সমিতিতে কনস্যুলেট সেবা র উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরব আমিরাত আজমানে বসবাসরত প্রবাসীদের জন্য কনস্যুলার সেবা সহজীকরণ করার উদ্দেশ্য বাংলাদেশ সমিতি আজমানের উদ্যোগে সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

    সংযুক্ত আরব আমিরাতের আজমানে দুই লাখ প্রবাসী বাংলাদেশীর বসবাস,এসব প্রবাসী বাংলাদেশীদের কনস্যুলার সেবা গ্রহণ করতে সময় এবং অর্থ ব্যয় করে ছুটে যেতে হতো বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ে। এখন থেকে এসব প্রবাসী বাংলাদেশীদের অত্যন্ত সহজ ভাবে সেবা প্রদান করা হবে আজমান শহরে।গতকাল শুক্রবার বিকেলে আজমান রাশিদিয়া-৩ গ্র্যান্ড মল অফিস টাওয়ারের ১৫ তলায় সমিতির কার্যালয় কনস্যুলার প্রস্তাবিত বাংলাদেশ সমিতি আজমানে এই সেবা প্রদানের জন্য বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের সাথে যৌথভাবে কাজ শুরু করেছে।

    এ কনস্যুলার সেবা কেন্দ্রের তত্ত্বাবধায়করা জানান, মাসে এখানে প্রায় দেড় হাজার প্রবাসী বাংলাদেশী পাসপোর্ট,জন্ম নিবন্ধন,এন আই ডি,প্রবাসী কল্যাণ কার্ড সহ প্রয়োজনীয় বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবে।বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ টিম মাসে ২ বার এই সেবা কেন্দ্রে ই-পাসপোর্টের বায়োমেট্রিক সংগ্রহ করবে। তাছাড়া প্রবাসীরা এই সেবা কেন্দ্র থেকে চাইলে ইমিগ্রেশন সংক্রান্ত নানা ডকুমেন্ট টাইপিং ও ভিসা প্রসেসিং, টিকেটিং করারও সুযোগ সুবিধা পাবেন। আমিরাতে অভিবাসন আইন কানুন প্রসঙ্গে সম্যক ধারণা পাবেন এ কেন্দ্র থেকে।

    সভাপতি মোহাম্মদ আবদুল কুদ্দুস জানান, স্থানীয়ভাবে এই সেবা চালু করায় নানান ভোগান্তি থেকে রক্ষা পাবেন প্রবাসীরা। সেবা ধারাবাহিককরণ সহ আরো সুযোগ সুবিধা সংযোজন করা হবে এতে। 

    সদস্য সচিব কামাল হোসাইন খান সুমন বলেন, আজমানে প্রায় পনে দুই লক্ষ প্রবাসী বাস করেন। আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের কনস্যুলার সেবা নিশ্চিত করব। পাসপোর্ট নবায়ন, জন্মসনদ, সনদ সত্যায়নের মতো কাজগুলো সহজে প্রবাসীরা এখান থেকে করে নিতে পারবেন। ছুটির দিনেও তারা নিয়মিত সেবা পাবেন সমিতির কার্যালয়ে। 

    উদ্বোধনী অনুষ্ঠানে সমিতির আহবায়ক মোহাম্মদ আবদুল কুদ্দুসের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদের সঞ্চালনায় অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনস্যুলার কর্মকর্তা (পাসপোর্ট) নাজমুল হাসান, কমিউনিটি নেতা জাকির হোসাইন, প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, মীর কামাল, শাহীনুর শাহীন। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সদস্য সচিব কামাল হোসাইন খান সুমন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শেখ সেলিম, আলতাফ হোসেন, হেলাল উদ্দিন, শহীদুল ইসলাম চৌধুরী, আবদুল মালেক, ফজলুর রহমান খান, নাজিম উদ্দিন, শেখ ফরিদ, জাহাঙ্গীর আলম রুপু প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন