সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • কড়া রোদে কাজ বন্ধে আমিরাতে নিষেধাজ্ঞা, কার্যকর ১৫ জুন

    কড়া রোদে কাজ বন্ধে আমিরাতে নিষেধাজ্ঞা, কার্যকর ১৫ জুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের জন্য দুপুর বেলা কড়া রোদের মধ্যে ‘খোলা স্থানে’ সকল কাজ আগামী ১৫ জুন থেকে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। যা পরবর্তী তিন মাস যাবৎ অর্থাৎ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বজায় থাকবে।

    সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

    দেশের সর্বোচ্চ গ্রীষ্মের তাপদাহে কর্মীদের সুরক্ষার জন্য চালু করা এই মধ্যাহ্ন বিরতির উদ্যোগটি এখন ২১ তম বছরে পা রাখছে। 

    আবুধাবি শেখ জায়েদ উৎসবের আতশবাজি মানব সম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় (মোহরে) তার পরিদর্শন ব্যবস্থার মাধ্যমে সম্মতি পর্যবেক্ষণ করবে যাতে নিশ্চিত করা যায় যে নিষিদ্ধ সময়ে কোনও কর্মীকে কাজ করতে বাধ্য করা হচ্ছে না।

    এ তিনমাস প্রতিদিন দুপুর সাড়ে ১২টাথেকে শুরু করে দুপুর ৩টা পর্যন্ত সরাসরি রোদের মধ্যে কেউ কাজ করতে পারবেন না। আর এই সময়ের মধ্যে যদি কোনো শ্রমিক কাজ করেন, তাহলে নিয়োগদাতাকে জরিমানা করা হবে। যা সর্বোচ্চ ৫০ হাজার দিরহামও হতে পারে।

    আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় জানা যায়,এই সময়টায় কাজ বন্ধ থাকলেও শ্রমিকদের নির্ধারিত ৮ ঘণ্টার চেয়ে বেশি কাজ করানো যাবে না। যদিও কেউ এর বাইরে কাজ করান, তাহলে বাড়তি সময়কে ওভারটাইম হিসেবে গণ্য করা হবে এবং তার জন্য  শ্রমিককে বাড়তি অর্থ দিতে হবে। 

    এছাড়া দুপুর বেলা যখন কাজ বন্ধ থাকবে তখন যেন শ্রমিকরা বিশ্রাম নিতে পারেন সেজন্য নিয়োগদাতাকে ছাউনি তৈরি করে দিতে হবে।

    তবে কয়েকটি কাজকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।এছাড়া পানি অথবা বিদ্যুৎ সরবরাহ, ট্রাফিক এবং অন্যান্য যেসব বড় বিষয় রয়েছে,যেগুলোর সেবা নির্বিঘ্ন রাখা বা সংস্কারের কাজে যারা নিয়োজিত তারা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন বলে জানা যায়।

    নিয়োগদাতাদের পর্যাপ্ত ঠান্ডা পানি ব্যবস্থা রাখা সহ শ্রমিকরা যেন নিজেদের হাইড্রেড রাখতে পারেন সেজন্য স্যালাইন, লবণসহ অন্যান্য খাবার রাখতে হবে। একইসঙ্গে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম,শরীল ঠান্ডা রাখার পর্যাপ্ত যন্ত্রাংশ, ছাতা এবং ছায়ার জন্য ছাউনি তৈরি করতে হবে।

    নিয়োগকর্তারা দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শ্রমিকদের বিশ্রামের সুযোগ না দিলে সে বিষয়ে মন্ত্রণালয়ের কাছে অভিযোগ জানাতে হবে। এ জন্য  600590000 নম্বরে ডায়াল করতে হবে।

    উল্লেখ্য যে সংযুক্ত আরব আমিরাতে গ্রীষ্মকালের প্রচণ্ড গরম থেকে বাঁচতে গত ২০ বছর ধরে দুপুরে কাজ করার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে আসছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন