সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • আরব আমিরাতে ‘ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্টস অফ বাংলাদেশ, আবুধাবি’-এর ঈদ পূর্ণমিলনী ও অভিষেক অনুষ্ঠিত

    আরব আমিরাতে ‘ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্টস অফ বাংলাদেশ, আবুধাবি’-এর ঈদ পূর্ণমিলনী ও অভিষেক অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিস্থ বাংলাদেশি প্রকৌশলীদের ঐতিহ্যবাহী সংগঠন 'ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অফ বাংলাদেশ- আবুধাবি' এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী এবং নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান 'রয়েল গুজরাট রেস্টুরেন্টের' হল রুমে অনুষ্ঠিত হয়। গত একুশে জুন ২০২৫ শতাধিক প্রকৌশলী এবং তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আহমেদ হোসেন চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী ইজাজ কলিম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী রেজাউল হাসান। দেশে অবস্থানরত কমিটির সভাপতি প্রকৌশলী আফজাল হুসাইন ভূঁইয়া ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা বিনিময় করেন।

    প্রকৌশলী আবদুল আউয়াল এবং প্রকৌশলী পারভিন জলির উপস্থাপনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী হামিদুল হক, প্রকৌশলী আবু ইস্কান্দার, প্রকৌশলী জাকির হোসাইন খান, প্রকৌশলী মুজিবুর রহমান, প্রকৌশলী মির্জা আমিনুল ইসলাম, প্রকৌশলী এস এম পলাশ, প্রকৌশলী শাহ ইমরান, প্রকৌশলী জাকির হোসাইন, প্রকৌশলী নুরুল আলম, প্রকৌশলী মোঃ ইসমাইল, প্রকৌশলী আমিনুল ইসলাম লাভলু, প্রকৌশলী নাসির আহমেদ তুহিন, প্রকৌশলী হোসাইন জামিল, প্রকৌশলী আব্দুল হাই, প্রকৌশলী শাহাদাত হোসাইন, প্রকৌশলী মোস্তফা সিরাজ প্রমূখ।

    সভায় প্রকৌশলী ইজাজ কলিম নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন এবং প্রকৌশলী রেজাউল হাসান সংগঠনের আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তারা বিগত দিনে সংগঠনের বিভিন্ন কার্যক্রমের বর্ণনা দেন এবং সংগঠন নিয়ে তাঁদের প্রত্যাশা এবং স্বপ্নের কথা তুলে ধরেন।

    সভাপতির বক্তব্যে প্রকৌশলী আহমদ হোসেন চৌধুরী প্রকৌশলীদের সার্বিক উন্নয়ন এবং দেশের পরিচ্ছন্ন ভাবমূর্তি তৈরিতে প্রকৌশলীদের সচেতনতা এবং ঐক্যের উপর জোর দেন। চমৎকার রয়েল বুফে ডিনার এবং প্রাণবন্ত আড্ডা আর ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন