সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • শেফালির ময়নাতদন্তের রিপোর্টে ‘সন্দেহজনক’ কিছু পাওয়া যায়নি

    শেফালির ময়নাতদন্তের রিপোর্টে ‘সন্দেহজনক’ কিছু পাওয়া যায়নি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনেত্রী শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত হয়েছে বলিউড। ২৭ জুন মাঝরাতে তিনি পরলোক গমন করেন। তার ময়নাতদন্তের পর মরদেহ লাল ওড়নায় জড়িয়ে ওশিয়ারা শ্মশানের দিকে আজ (২৯ জুন) সকালে রওনা হয়েছেন স্বামী পরাগ ত্যাগী এবং তার মা। শেষযাত্রায় স্ত্রীর কপালে এঁকে দিলেন চুমু পরাগ। শেষবারের মতো মেয়েকে আগলে বসেছিলেন শেফালির মা। কেনো মৃত্যু হয়েছে এ অভিনেত্রীর-তা জানার জন্য শুক্রবার রাত থেকে সবার মনে প্রশ্ন জাগছে।

    পুলিশের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে ২৮ জুন জানানো হয়েছিল, মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে। এরপর পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, শেফালির ময়নাতদন্তের রিপোর্টে ‘সন্দেহজনক’ কিছু পাওয়া যায়নি। কিন্তু আরও তদন্ত করা হবে। এদিকে শেফালির বাড়িতে পৌঁছেছে ফরেন্সিক বিশেষজ্ঞ দল। মুম্বাই পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে আন্ধেরি এলাকায় নিজের বাড়িতেই মৃত্যু হয় শেফালির। রাত ১টার দিকে পুলিশের কাছে খবর পৌঁছায় বলে দাবি করা হয়।

    শুক্রবার গভীর রাতে শেফালিকে নিয়ে হাসপাতালে পৌঁছান তার স্বামী অভিনেতা পরাগ ত্যাগী। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ওই রাতে পরাগকে হাসপাতাল ছেড়ে বেরিয়ে যেতেও দেখা যায়। হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকে শেফালির মৃত্যু সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

    সোশ্যাল মিডিয়ায় শেফালির শেষ পোস্ট ছিল সিদ্ধার্থ শুক্লকে ঘিরে। ২০২১ সালে হৃদরোগে আক্রান্ত হয়েই অকালপ্রয়াত হয়েছিলেন সিদ্ধার্থ। এক সময় তার সঙ্গে শেফালির সম্পর্ক ছিল বলে শোনা যায়। শেফালি প্রথম বিয়ে করেছিলেন গায়ক হরমিত সিংহকে। ২০০৯ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। ‘বিগ বস ১৩’র ঘরেই সিদ্ধার্থের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে বলে গুঞ্জন উঠেছিল। ২০১৪ সালে শেফালি বিয়ে করেন ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের অভিনেতা পরাগ ত্যাগীকে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ