সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • তাণ্ডবের আড়ালে শাকিবের নীরব যুদ্ধ, ওষুধ খেতে হতো লুকিয়ে

    তাণ্ডবের আড়ালে শাকিবের নীরব যুদ্ধ, ওষুধ খেতে হতো লুকিয়ে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা প্রথমদিন থেকেই চুটিয়ে ব্যবসা করেছে। সিংগেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শকরা তাণ্ডব দেখতে পড়েছিল হুমড়ি খেয়ে। এবারের ঈদে সর্বোচ্চ আলোচনায় ছিল সিনেমাটি।

    বলা বাহুল্য, সিনেমাটির সাফল্যের পেছনে রয়েছে শাকিব খানের বিশেষ অবদান। জানা গেল, অসুস্থ শরীর নিয়েও নাকি তাণ্ডব সিনেমার কাজ করেছেন শাকিব খান- এমনটিই জানালেন সিনেমার পরিচালক রায়হান রাফী। সম্প্রতি এক সাক্ষাৎকারে শুটিং সেটের পেছনের গল্প শোনাতে গিয়ে জানান এসব কথা।

    দর্শকেরা বলছেন, ‘তাণ্ডব’ শাকিব খানের অন্যতম সেরা সিনেমা। সে প্রসঙ্গ টেনে রায়হান রাফী বলেন, ‘শাকিব খানের অন্যতম সিনেমা কেন এটা, কারণ শাকিব এই সিনেমায় অনেকগুলো ক্যারেক্টার প্লে করেছেন। তার একেকটার ভয়েস একেকরকম। খুব ভয়ঙ্কর ভালো অভিনেতা না হলে এতগুলো ক্যারেক্টার প্লে করা যেত না।’

    সিনেমায় ডাবিং এর সময় অসুস্থ ছিলেন শাকিব খান। সে ঘটনা জানিয়ে রায়হান রাফী বলেন, ‘ডাবিং এর সময় অসুস্থ ছিলেন শাকিব। উনি কথা বলছিলেন (গলার নিচের দিকে দেখিয়ে) এদিক থেকে (কর্কশ স্বরে)। তার জ্বর ছিল- একটাবারের জন্যও বলেননি। বললেই নাকি আমি শুটিং প্যাক করে দিব।’

    শাকিব প্রসঙ্গে রাফী আরও বলেন, ‘একটা মানুষ, যিনি এতবড় একজন স্টার, তার কীসের অভাব, তার কিছুরই অভাব নেই। তিনি জান দিয়ে দিচ্ছেন কাজের জন্য। উনি অসুস্থ হয়ে যাচ্ছেন, আবার কাজও করছেন। ‘লিচুর বাগান’-এর সময় উনি অসুস্থ ছিলেন। এরপর ফ্লাইটে উঠে বলেন, “আমি কিন্তু অসুস্থ ছিলাম, আমি লুকিয়ে লুকিয়ে ওষুধ খেয়েছি। তোকে বলিনি। আমি বললাম, “আপনি বলেন নাই কেন”, বললেন, “তোকে বললে তুই বলতি আর শুটিং করব না।”


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ