সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • এখন দেশের অবস্থা আরো খারাপ হয়েছে, আমরা ভুল করেছি: পাভেল

    এখন দেশের অবস্থা আরো খারাপ হয়েছে, আমরা ভুল করেছি: পাভেল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ঘটনায় ধারণকৃত একটি ভিডিও শনিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ার পর জনমনে চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

    ঘটনার নিন্দা জানিয়ে ফেসবুক লাইভে প্রতিক্রিয়া জানান জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেল। তিনি বলেন, এমন ঘটনার বিচার দৃষ্টান্তমূলক না হলে অপরাধীরা বারবার সাহস পাবে। 

    প্রায় ১৩ মিনিটের লাইভটিতে পাভেল ধর্ষকদের একমাত্র শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবি করেন। একাধিকবার অভিনেতার মুখে শোনা যায়, ধর্ষকদের ফাঁসি দিন। ধর্ষকদের মেরে ফেলুন।

    এছাড়া দেশের বর্তমান পরিস্থিতি আগের চেয়েও খারাপ বলে উল্লেখ করেন তিনি।

    পাভেল বলেন, ‘যারা ধর্ষণটা করলো কুমিল্লা মুরাদনগরে বা যারা ভিডিওটা করলো, সেনাবাহিনীর কাছে আমার অনুরোধ বা যারা এখন দায়িত্বে আছেন বা যারা ক্ষমতায় আসার চেষ্টা করছেন, এই নমুনা আপনাদের? সাধারন ছাত্ররা যারা এতকিছু করলো, এই নমুনা দেশের? এই যে পৈশাচিক ঘটনাটা ঘটাইলো মুরাদনগর কুমিল্লায়, এদের সম্মুখে ফাঁসি বা ক্রসফায়ার করা হোক। এদের প্রকাশ্যে নিয়ে আসা হোক সবার সামনে। এদের পরিবারকে নিয়ে আসা হোক সামনে।

    গণঅভ্যুত্থানে সমর্থন দেয়াটা ভুল ছিলো উল্লেখ করে পাভেল বলেন, ‘স্বৈরাচারের থেকে ধর্ষণকারীরা খারাপ। আমার তো মনে হচ্ছে, এখন বলতে বাধ্য হচ্ছি, এটা তো আরও খারাপ হয়ে গেল। এখন দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। ভুল করসি। এখন তো মনে হচ্ছে ভুল করসি ভাই।

    ভুল করসে সবাই।’

    ধর্ষণকারীদের মেরে ফেলার দাবি জানিয়ে পাভেল বলেন, ‘আপনারা ধর্ষকদের মেরে ফেলেন। সম্পত্তির জন্য ভাই ভাইকে মেরে ফেলে, বাবা ছেলেকে মেরে ফেলে। তাহলে যারা ধর্ষক, কাজটা করসে তাদের মা-বাবা যদি বেঁচে থাকে। মা-বাবা ভাই-বোন যদি থাকে, আপনারা কাজটা করেন। যদি আপনাদের সন্তান যারা কাজটা করেছে, ওদেরকে পারলে মেরে ফেলেন।’
     
    লাইভের শেষ দিকে পাভেল বলেন, ‘সবার ঘরেই মা-বোন আছে। যারা কিছু হলেই শাহবাগ চলে যান দাবি নিয়ে। তারা সবাই মিলে আরেকটা জনসমুদ্র হোক। ধর্ষণের বিচার ফাঁসি। এদের মেরে ফেলেন। এদেরকে মেরে ফেলেন, এটুকুই বলবো। ’

    চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্রনেতাদের নাম উল্লেখ করে পাভেল জানান, যদি তারা এখন আওয়াজ না তোলে, আবারও মাঠে না নামে, তাহলে ধরে নেওয়া হবে যে নিজেদের স্বার্থে আন্দোলন করেছেন তারা। এরপর নিজের মায়ের জন্য দোয়া চেয়ে লাইভ শেষ করেন পাভেল। অভিনেতার মা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অপারেশন হওয়ার কথা লাইভে জানিয়েছেন পাভেল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ