সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে রাজকুমার রাও? জল্পনা তুঙ্গে

    সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে রাজকুমার রাও? জল্পনা তুঙ্গে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জীবনী নিয়ে সিনেমা তৈরির পরিকল্পনা দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল। তবে তার চরিত্রে কাকে দেখা যাবে তা ঘিরে চলছিল জল্পনা-কল্পনা। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা এলো—রাজকুমার রাও পর্দায় রূপ দেবেন সৌরভ গাঙ্গুলীর চরিত্রে।

    পিঙ্কভিলা থেকে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজকুমার নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, সৌরভ গাঙ্গুলী আগেই জানিয়েছেন, এবার আমিও অফিসিয়ালি বলছি—হ্যাঁ, আমি তার বায়োপিকে অভিনয় করছি। তবে এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হলেও রাজকুমার কিছুটা চিন্তিতও। তার ভাষায়, আমি রোমাঞ্চিত, তবে একই সঙ্গে নার্ভাসও। এ এক বিশাল দায়িত্ব। কিন্তু এটা নিঃসন্দেহে দারুণ অভিজ্ঞতা হতে চলেছে।

    সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে অভিনয়ের জন্য শুধু ক্রিকেট নয়, গুরুত্ব পাচ্ছে গাঙ্গুলীর বাঙালিয়ানা ও ভাষার ভঙ্গিমাও। রাজকুমার জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরেই বাংলা উচ্চারণ নিয়ে কাজ করছেন এবং তার স্ত্রী পত্রলেখা, যিনি নিজেও বাঙালি, এই প্রস্তুতিতে তাকে যথেষ্ট সহায়তা করেছেন।

    এর আগে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলী নিজেই জানিয়েছিলেন, রাজকুমার রাওকেই তিনি চরিত্রটির জন্য বেছে নিয়েছেন। যদিও প্রথমদিকে তারিখ-সংক্রান্ত কিছু সমস্যা ছিল। তিনি জানান, “শুটিং শুরু হবে জানুয়ারিতে। আর সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ডিসেম্বর নাগাদ। চিত্রনাট্য ও নির্মাণ পরিকল্পনা চূড়ান্ত করতেই কিছুটা সময় নিচ্ছি।”

    বলিউডে বায়োপিকের চাহিদা বরাবরই বেশি। কপিল দেব, ধোনি, মিতালি রাজের পর এবার সৌরভ গাঙ্গুলীর জীবন উঠে আসবে বড় পর্দায়। রাজকুমার রাওয়ের মতো একজন দক্ষ অভিনেতার ওপর এই দায়িত্ব বর্তানোয় দর্শকদের প্রত্যাশাও তুঙ্গে। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ