সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • বিচ্ছেদের ইঙ্গিতে কনার পোস্ট, পাল্টা তির্যক ন্যান্সির ‘শিয়াল রাণী’ মন্তব্য

    বিচ্ছেদের ইঙ্গিতে কনার পোস্ট, পাল্টা তির্যক ন্যান্সির ‘শিয়াল রাণী’ মন্তব্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছয় বছরের সংসার জীবনের ইতি টেনেছেন কণ্ঠশিল্পী কনা। বিচ্ছেদের সিদ্ধান্তটি তার ও সাবেক স্বামী গহিনের জন্য খুবই কঠিন ছিল বলে এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি।

    কনা লিখেছেন, ‘‘জন্ম, মৃত্যু, বিয়ে - সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদ ও হয় তারই ইশারায়।…দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।’’

    এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন আরেক সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ন্যান্সি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ; এর সবই আল্লাহর ইচ্ছায় হয়-বাণীতে শেয়াল রাণী’’।

    বুধবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিচ্ছেদের পোস্ট দেন কনা। তার পোস্ট দেয়ার ঠিক এক ঘণ্টা পর রাত ১২টার দিকে কটাক্ষ ওই পোস্ট দেন ন্যান্সি।

    সংগীত অঙ্গনের মানুষ জানেন কনা-ন্যান্সির সম্পর্ক ‘সাপে-নেউলে’ অবস্থা। ক্যারিয়ারের শুরুতে দুইজনই তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে ন্যান্সি পরবর্তীতে অনেকাংশেই কনার থেকে পিছিয়ে পড়েন। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত গানে নিয়মিত থেকেছেন কনা।

    যদিও ন্যান্সি তার পোস্টে কারো নাম উল্লেখ করেননি। তার পোস্টটি কনার পোস্টের একটি বাক্য ব্যবহার করায় নেটিজেনরা ধরেই নিয়েছেন ন্যান্সি কনাকেই ‘শেয়াল রাণী’ বলে কটাক্ষ করেছেন।

    প্রসঙ্গত, গত বছরের ১৪ জুলাই ন্যান্সি একটি শেয়ালের ছবি দিয়ে কনাকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছিলেন। সে সময় কনার গাওয়া ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ