সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ভক্তদের ভালোবাসা ছাড়া কিছুই না আমি: শাকিব খান

    ভক্তদের ভালোবাসা ছাড়া কিছুই না আমি: শাকিব খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমাটি মুক্তির এক সপ্তাহের মাথায় অনলাইন পাইরেসির শিকার হয়েছিল। এ ঘটনার পরেও  দর্শকদের আগ্রহে তা দমে যায়নি। দেশের নানা প্রান্তে সিনেমাপ্রেমীরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখছেন এখনও। এবার সিনেমার পাইরেসি প্রসঙ্গে কথা বলেছেন শাকিব খান। ‘তাণ্ডব’–এর বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়ে রোববার (২২ জুন) রাতে এসব কথা বলেন শাকিব খান। 

    শাকিব খান বলেন, সিনেমাপ্রেমী, বিদেশে থাকা প্রত্যেক বাংলাদেশিকে ধন্যবাদ জানাতে চাই। একটা সিনেমা একটি কুচক্রী মহল পাইরেটেড কপি ঘরে ঘরে পৌঁছে দিল আর আমার দেশের মানুষ, আমার দেশের দর্শক দাঁতভাঙা জবাব দিয়ে দিল যে আমরা পাইরেটেড কোনো কপি দেখব না। আমরা সিনেমা হলে গিয়েই দেখতে চাই। যারা আমাকে ভালোবাসা সব সময় দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আমি সব সময়ই কৃতজ্ঞ।

    তিনি বলেন, সিনেমা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক। আজ বাংলাদেশি চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নিচ্ছে। এই সময়ে এসে একটি চক্র যখন সিনেমাগুলোকে পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করতে চায়, তখন দর্শকের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

    শাকিব আরও জানান, পাইরেসি রোধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। যেভাবে আপনারা এখনো হাউসফুল শো উপভোগ করছেন, এটাই কুচক্রীদের সবচেয়ে বড় জবাব। আমাদের দেশীয় চলচ্চিত্রকে ধ্বংস হতে দেয়া যাবে না।

    পাইরেসির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে। মূল পরিকল্পনাকারীকে শনাক্ত করার কাজ চলছে। যারা দেশের সংস্কৃতিকে বিপদে ফেলবে, তাদের বিরুদ্ধে আমরা একসঙ্গে রুখে দাঁড়াব।

    ‘তাণ্ডব’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব। তার সঙ্গে পর্দায় দীর্ঘ ৯ বছর পর অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সঙ্গে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। সিনেমাটিতে আরও রয়েছেন আফজাল হোসেন, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, মিশা সওদাগরের মতো তারকারা। ক্যামিও চরিত্রে সিয়াম আহমেদ ও আফরান নিশো। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ