সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ভালোবাসা নিয়ে ডেপ্রেমিক জনির অকপট স্বীকারোক্তি

    ভালোবাসা নিয়ে ডেপ্রেমিক জনির অকপট স্বীকারোক্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় হলিউড অভিনেতা জনি ডেপ ফের আলোচনায়। অভিনেতার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে বিচ্ছেদ এবং মানহানি মামলা নিয়ে কম আলোচনা হয়নি। এবার তাদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন জনি ডেপ। সম্প্রতি সানডে টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে ডেপ নিজের অতীত নিয়ে কথা বলেন।  অভিনেতা ভাষায়, “ভালোবাসার ব্যাপারে আমি একেবারে ‘বোকা।”

    ২০১১ সালে দ্য রাম ডাইরি সিনেমার শুটিংয়ে অ্যাম্বার হার্ডের সঙ্গে তার পরিচয় হয় এবং ২০১৫ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে ২০১৬ সালে হার্ড ডিভোর্সের আবেদন করেন এবং ২০১৭ সালে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।

    সাক্ষাৎকারে সাক্ষাৎকারে ডেপ বলেন, “ভালোবাসা নিয়ে আমার প্রথম অভিজ্ঞতা খুবই অদ্ভুত ছিল। কারও চোখে যদি একা থাকার যন্ত্রণা দেখি, আমি ভাবতাম তাকে সাহায্য করতে পারি। কিন্তু প্রতিটি ভালো কাজের শাস্তি যেন লুকিয়ে থাকে, কারণ অনেকেই তোমার সহানুভূতির সুযোগ নেয়। যারা তোমার পাশে থাকার কথা, তারাই একসময় পেছনে কথা বলে, তোমার উপরে বিশ্বাস রাখে না—এটাই সবচেয়ে কষ্টের।

    জনির সঙ্গে বিচ্ছেদের এক বছর পর ওয়াশিংটন পোস্টে এক প্রতিবেদনে ডেপের সাবেক স্ত্রী হার্ড জানান, তিনি পারিবারিক সহিংসতার শিকার। সেখানে স্বামীর নাম উল্লেখ না করলেও ক্ষুব্ধ ডেপ সাবেক স্ত্রীর বিরুদ্ধে ৫ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেন ডেপ। তার পাল্টায় ১০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন হার্ড। আর ২০২২ সালে মানহানি মামলার রায়ে জনি ডেপের পক্ষে রায় আসে। এ বিষয়ে তিনি বলেন, জুরি আমার জীবন ফিরিয়ে দিয়েছে। আমি কৃতজ্ঞ। আমার সন্তানদের এবং যারা সবসময় আমার পাশে ছিলেন, তাদের কাছে সত্য বলা ছিল আমার দায়িত্ব। এখন অন্তত শান্তিতে থাকতে পারি।

    ডেপ তার দীর্ঘ ক্যারিয়ারে অনেক কাছের মানুষদের বিশ্বাসঘাতকতা দেখেছেন বলে জানান। তিনি বলেন, আমি ৩০ বছর ধরে এক এজেন্টের সঙ্গে ছিলাম, কিন্তু সে আদালতে দাঁড়িয়ে বলেছে আমি ‘কঠিন মানুষ’। যারা একসময় আমার সঙ্গে মিশতো আর এখন তারাই আমার আড়ালে খারাপ কথা বলে। এরা আসলে টাকা চায়, সততা নয়। আমি তিন জনের কথা স্পষ্ট মনে করতে পারি, যারা আমাকে ঠকিয়েছে। আমি বুঝি, সবাই হয়তো আমার পাশে দাঁড়াতে পারেনি, কিন্তু এটা দুঃখজনক—ভুলের ভয়েই অনেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না।

    সাক্ষাৎকারের এক পর্যায়ে যখন তাকে প্রশ্ন করা হয়, তার কোনো কিছু নিয়ে আফসোস আছে কি না—ডেপ বলেন, একেবারেই না। কারণ, গত সপ্তাহের ডিনারের ব্যাপারে আপনি এখন কিছুই করতে পারবেন না। তাই নিয়ে পড়ে থাকার মানে নেই। প্রসঙ্গত, বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ত আছেন জনি ডেপ। তার আসন্ন সিনেমা ‘ডে  ড্রিংকার’ সিনেমায় একটি রহস্যজনক চরিত্রে অভিনয় করছেন অভিনেতা। এই সিনেমায় জনি ছাড়াও আরও আছেন পেনেলোপ ক্রুজ, ম্যাডেলিন ক্লাইন ও মানু রিওস।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ