সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • অর্গানিকাওনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সুনেহরা তাসনিম

    অর্গানিকাওনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সুনেহরা তাসনিম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড অর্গানিকাওন গত ২১ জুন অভিনেত্রী ও তরুণ আইকন সুনেহরা তাসনিমকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করার ঘোষণা দিয়েছে। ঢাকার বনানীতে এ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। 

    বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড হিসেবে অর্গানিকাওন তাদের ক্লিন, হালাল, প্ল্যান্ট-বেজড স্কিনকেয়ার ও ওয়েলনেস পণ্যের জন্য সুপরিচিত। দেশের স্কিনকেয়ার-সচেতন নারীদের প্রাকৃতিক সৌন্দর্য ও সুস্থতার প্রতি আরও আগ্রহী করে তুলতে এই একই বিষয়ে পারদর্শী সুনেহরা তাসনিমকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করেছে প্রতিষ্ঠানটি।

    এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্গানিকাওনের সিইও আবদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অর্গানিকাওনের স্ট্র্যাটেজি ও ব্র্যান্ড মার্কেটিং ডিরেক্টর শেখ পিয়াস ইসলাম এবং অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্র্যান্ড ও ক্রিয়েটিভ টিমের সদস্যবৃন্দ।
    অনুষ্ঠানটি সিইও-এর বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়। এরপর আনুষ্ঠানিকভাবে অংশীদারিত্ব ঘোষণা, সুনেহরা তাসনিমের বক্তব্য এবং অর্গানিকাওনের ব্র্যান্ড ফিল্ম দেখানো হয়।

    এ বিষয়ে অর্গানিকাওনের সিইও আবদুর রহমান বলেন, “সুনেহরা তাসনিমকে অর্গানিকাওনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা উচ্ছ্বসিত। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রতি তার সহযোগিতা আমাদের ‘ফার্ম-টু-ফর্মুলা’ দর্শনের সাথে খুব ভালোভাবে মিলে যায়। প্রাকৃতিক জীবনযাপন, সাংস্কৃতিক গৌরব ও নিখাদ সৌন্দর্যের প্রতি সুনেহরার অনুরাগ আমাদের প্রতিষ্ঠানের আদর্শেরই প্রতিফলন করে। আমরা একযোগে স্কিনকেয়ারের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করতে চাই, যা আমাদের ভূমির সাথে সম্পর্কিত, বিজ্ঞানের মাধ্যমে পরিচালিত এবং প্রকৃতি থেকে অনুপ্রাণিত।”

    এ বিষয়ে সুনেহরা তাসনিম বলেন, “অর্গানিকাওনের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত; এটি এমন একটি ব্র্যান্ড যা আমাদের ঐতিহ্য ও উদ্ভাবনের সেরা দিকগুলোকেই প্রতিনিধিত্ব করে। আমি মানুষের নিজস্ব পরিচর্যার ক্ষেত্রে প্রাকৃতিক গুনাগুণের ব্যবহার ও তাদের সৌন্দর্যের প্রতি সচেতন করে তুলতে চাই।”

    এই অংশীদারিত্বের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান স্কিনকেয়ার-সচেতন নারী কমিউনিটির সাথে সম্পর্ক আরও গভীর করা এবং তাদের মাঝে ক্লিন ও স্থানীয়ভাবে উৎপাদিত ওয়েলনেস পণ্যের প্রসারে কাজ করাই অর্গানিকাওনের লক্ষ্য। বিস্তারিত জানতে, https://www.organikaon.com ভিজিট করুন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ