সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • পাকিস্তান নিয়ে ব্যঙ্গ, আদনান সামির কটাক্ষে নেটদুনিয়া উত্তাল

    পাকিস্তান নিয়ে ব্যঙ্গ, আদনান সামির কটাক্ষে নেটদুনিয়া উত্তাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারত-পাকিস্তান ইস্যুতে প্রায়ই আলোচনায় আসেন গায়ক আদনান সামি। একসময় পাকিস্তানের নাগরিক ছিলেন, তবে বর্তমানে ভারতের স্থায়ী নাগরিক এই তারকা। তবে দেশ পরিবর্তন কিংবা পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় তাকে। তবে এসব সমালোচনার জবাবও দেন তিনি, তাও নিজস্ব ভঙ্গিতেই।

    ২০১৫ সাল থেকে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন আদনান সামি। আদনান পাকিস্তানের ফিরে না গেলেও পাকিস্তানের কথা উঠলেই বারবার উঠে আসে আদনান প্রসঙ্গ। সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে আদনান এই পুরো ব্যাপারটিকে বেশ মজার ছলে ব্যাখ্যা করেছেন। বলেছেন, ‘পাকিস্তানিরা যে রোগে আক্রান্ত, সেটি আসলে প্রাক্তন প্রেমিক সিনড্রোম। এই রোগের নিরাময় সম্ভব নয়।’

    আদনান বলেন, ‘ধরুন আপনার প্রাক্তন প্রেমিকা রয়েছেন, তিনি জানেন তিনি আপনাকে পাবেন না। আপনাকে না পেলেও আপনাকে অন্য কারো সঙ্গে দেখতে পেলেই তিনি রেগে যাবেন। আসলে ব্যাপারটা হল যেহেতু তিনি আপনাকে পাননি, তাই আপনাকে অন্য কারও হতে দেখলে রাগ হয় তার। এটাই হলো ভালোবাসা।’

    আদনান আরও বলেন, ‘বহু মানুষ আছেন যারা প্রতিনিয়ত নিজেদের নাগরিকত্ব পরিবর্তন করছেন, কিন্তু বারবার কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে আমাকেই। এই কটাক্ষের কারণ একমাত্র ভালোবাসা। এটাই হল প্রাক্তন প্রেমিক-প্রেমিকা সিনড্রোম। এর থেকে বের হওয়ার উপায় নেই তাদের।’

    কেন আদনান নিজের নাগরিকত্ব পরিবর্তন করেছিলেন তা নিয়ে এই গায়ক বলেন, ‘প্রায় ৪০ বছর সংগীত পরিবেশনা করার পরেও সেখানকার সরকারের থেকে কোনো পুরস্কার বা স্বীকৃতি পাইনি আমি। সেই সময় বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল আমাকে।’ 

    তবে পাকিস্তানের সাধারণ মানুষ নয়, দেশটির সরকারের ওপর ক্ষোভ আদনানের। এই শিল্পী আরও বলেন, ‘আমার যাবতীয় সমস্যা পাকিস্তানি সরকারকে নিয়ে, তারা আমার সঙ্গে যে আচরণ করেছে তা নিয়ে। আমার শ্রোতাদের আমি সব সময় ভালোবেসেছি। একজন শিল্পী হিসেবে যারা আমাকে ভালোবাসেন, আমি তাদের সকলকে ভালোবাসি।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ