সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • স্ক্রিনে নতুন চমক, ‘সায়রা আলি’ রূপে আলোচনায় জয়া আহসান

    স্ক্রিনে নতুন চমক, ‘সায়রা আলি’ রূপে আলোচনায় জয়া আহসান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের গুণী অভিনেত্রী জয়া আহসান আবারও আলোচনায়। ঈদে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফী পরিচালিত 'তাণ্ডব' সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে নতুন করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। সিনেমাটিতে ‘সায়রা আলি’ নামের একজন অনুসন্ধানী সাংবাদিকের ভূমিকায় দেখা যায় তাকে। চরিত্রে সাবলীল অভিনয় আর উপস্থিতি দর্শকদের মন জয় করেছে। ‘তাণ্ডব’-এ জয়ার অভিনয় ও পর্দার ক্যারিশমা নিয়ে এখন সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মহলে চলছে সরব আলোচনা।

    এবার সামাজিক মাধ্যমে ‘সায়রা আলি’ লুকে ফটোশুটের কিছু ছবি ভাগ করে নিয়েছেন জয়া আহসান। শুক্রবার দুপুরে একগুচ্ছ ছবি ভাগ করে নেন অভিনেত্রী। তাতে দেখা যায়, কখনো স্লিভলেস টপ আবার কখনো ওপেন জ্যাকেট- সঙ্গে আইডি কার্ড ঝোলানো অবস্থায় সেই পর্দার সায়রা আলি। 

    বলা বাহুল্য, অভিনয়ের পাশাপাশি জয়ার এই লুকও চমকে দিয়েছে দর্শকদের। বয়স ৫০ পেরিয়ে গেলেও অন্যান্য অভিনেত্রীদের তুলনায় সাফল্যের আলো ছড়াচ্ছেন জয়া; আর তা যেন বোঝা গেল সায়রা আলি-কে দেখেই। যারা এই সিনেমায় জয়াকে দেখেননি, তারা নতুন করে জয়াকে এভাবে দেখে একরকম চমকেই গেলেন! 

    জয়ার সেই পোস্টের মন্তব্যঘরে নানা মন্তব্য করতে দেখা যায় তার অনুরাগীদের। একজন লিখেছেন, '৫২ বছর বয়সে এমন লুক, অবিশ্বাস্য!' আরেকজন লিখেছেন, 'দিন দিন জয়ার বয়স কমছে, যেন ২৪ বছরের তরুণী।' তবে অধিকাংশই তার সাহসী লুক ও ফিটনেসের প্রশংসা করেছেন।

    ‘তাণ্ডব’ সিনেমার গল্পে জয়া আহসানের চরিত্রটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবির গল্পে, সন্ত্রাসী হামলার ঘটনায় জিম্মি দশা থেকে মুক্তির জন্য যে চারজনকে আলোচনার জন্য ডেকে পাঠানো হয়, তাদের একজন ছিলেন সায়রা আলি। 

    শুধু বাংলাদেশ নয়, ওপার বাংলাতেও সমান জনপ্রিয় জয়া আহসান। বর্তমানে কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন ছবি ‘ডিয়ার মা’। ছবিটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ