সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সমালোচনার জবাবে রেজাল্ট প্রকাশ করে চমকে দিলেন অভিনেত্রী

    সমালোচনার জবাবে রেজাল্ট প্রকাশ করে চমকে দিলেন অভিনেত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একটা সময় ভারতের বাংলা টেলিভিশন চ্যানেলগুলোতে কিছু ধারাবাহিক দেখানো হতো; যার অনেকগুলো দিনে দিনে জনপ্রিয় হয়ে ওঠে। সে সময়টাতে রিলস, ইনস্টাগ্রাম নয়, বরং এসব টেলিভিশন সিরিয়ালই ছিল বাঙালি তরুণীদের অন্যতম আকর্ষণ। সেখান থেকে দর্শকের প্রিয় মুখে পরিণত হন ওপার বাংলার অনেক অভিনয়শিল্পীরাই; তাদের একজন অভিনেত্রী মধুবনী গোস্বামী। কিন্তু অন্যান্য তারকাদের মতো তাকেও পড়তে হয়েছে কটাক্ষের মুখে; তাই নিন্দুকদের জবাব দিতে এই অভিনেত্রী নিলেন এক কড়া পদক্ষেপ!

    যদিও পর্দা থেকে অনেকদিন ধরেই বাইরে রয়েছেন এক সময়ের নন্দিত এই অভিনয়শিল্পী। তবে লাইমলাইট-এ রয়েছেন সামাজিক মাধ্যমের হাত ধরে। নিয়মিত রয়েছেন ভ্লগিংয়ে। তার রয়েছে বেশ ভক্ত-অনুরাগীও।

    এরই মধ্যে এই ভ্লগিংকে কেন্দ্র করে নিন্দুকদের কটাক্ষের মুখে মধুবনী। “ছেলে সন্তানকে দেখিয়েই তো বাড়িতে রান্না হয় আপনাদের!”— এমনই একের পর এক নানা মন্তব্যে ভরে যায় অভিনেত্রীর মন্তব্য ঘর। শুধু তাই নয়, “ভ্লগ করেই খেতে হবে, অশিক্ষিত, আর কোনো যোগ্যতা নেই”- এমন মন্তব্যও আসে বলে অভিযোগ অভিনেত্রীর।

    বলা বাহুল্য, দর্শকদের এমন মন্তব্যে বিরক্ত মধুবনী ও তার স্বামীও। তারা যে অশিক্ষিত নন, তারই জবাব দিতেই পোস্ট করলেন নিজেদের মাধ্যমিকের রেজাল্ট।

    তাতে দেখা যায়, মাধ্যমিকে ভালো নম্বর পেয়েই পাশ করেছিলেন দুজনে। এ নিয়ে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেন, ‘অনেকে ভাবছেন আমরা রেগে আছি। কিন্তু তা নয়। কিছু কিছু মানুষ এমন জঘন্য মন্তব্য করেন, তাদের চুপ করানোর জন্য এই পোস্ট করেছি।’

    উল্লেখ্য, ১৪ বছর আগে 'ভালোবাসা ডট কম' সিরিয়ালে 'ওম' এবং 'তোড়া'র ভালোবাসার কাহিনী মানুষের মন জয় করে নিয়েছিল অল্প কয়েকদিনের মধ্যেই। কিন্তু সেই ভালোবাসার কাহিনী তাদের বাস্তব জীবনেও পরিণয়ে ঘটে। এই দুই প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন মধুবনী গোস্বামী এবং রাজা গোস্বামী। তারা এখন সংসার করছেন; রয়েছে তাদের এক সন্তানও।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ