সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন জয়া আহসান

    রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন জয়া আহসান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবারের ঈদে দেশে মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। দুটি সিনেমাই বেশ আগ্রহ নিয়ে দেখছেন দর্শক। সিনেমা দুটিতে জয়ার অভিনয় প্রশংসিত হয়েছে। 

    ঈদের আগে গত ১৬ মে মুক্তি পায় ‘জয়া আর শারমিন’ নামের তার আরও একটি সিনেমা। আসছে জুলাইতে কলকাতায় মুক্তি পাবে জয়ার ‘ডিয়ার মা’ নামের নতুন একটি সিনেমা।

    বর্তমান সময়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির হালচাল নিয়ে এই অভিনেত্রী বলেন, 
    দেশের পটভূমি পরিবর্তন হয়েছে। দেশ অস্থিরতায় আছে। রাজনৈতিক অস্থিরতা আছে। এসবের মধ্যে আমাদের ইন্ডাস্ট্রি খুবই ভালো করে যাচ্ছে। সবাই চেষ্টা করছে। আমাদের শিল্পীরা ভালো করার চেষ্টা করছেন। সবকিছু মিলিয়ে আমাদের সিনেমা দুর্দান্ত হচ্ছে।

    ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ নিয়ে জয়া বলেন, ‘তাণ্ডব’এর দর্শকপ্রিয়তা বেশ ভালো পাচ্ছি। এখনো সিনেমাটি প্রেক্ষাগৃহে চলছে। যারাই দেখছেন সবাই ভালো লাগার কথা জানাচ্ছেন। ‘উৎসব’ সিনেমাও দর্শক পছন্দ করেছেন। ‘উৎসব’ সবার সিনেমা। সব শ্রেণির দর্শকের সিনেমাটি ভালো লাগবে। ঈদের আগে মুক্তি পেয়েছিল ‘জয়া আর শারমিন’ সিনেমাটি। অন্যরকম গল্পের একটি সিনেমা ছিল। সবগুলো সিনেমার প্রতিক্রিয়া ভালো। ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং করছি। ফাঁকে ‘ডিয়ার মা’ সিনেমার প্রচারণায় অংশ নিচ্ছি।

    এদিকে মুক্তির অপেক্ষায় থাকা ‘ডিয়ার মা’ নিয়ে এই অভিনেত্রী বলেন, মা, সন্তান, সম্পর্ক, পরিবার-এসব নিয়ে সিনেমাটির গল্প। এতে একজন মায়ের চরিত্রে আমি অভিনয় করেছি। গল্পে বলা হয়েছে— রক্তের টানের চেয়ে ভালোবাসার সম্পর্কটা বড়। এটি সব ধরনের দর্শকের সিনেমা। আশা করছি সবাই দেখবে। গল্পটি নতুন করে সবাইকে ভাবাবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ