সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • বিজয়-রাশমিকার বিয়ে! গুঞ্জনের সত্য-মিথ্যা জানুন

    বিজয়-রাশমিকার বিয়ে! গুঞ্জনের সত্য-মিথ্যা জানুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার সম্পর্ক নিয়ে মুখরোচক আলোচনা যেন শেষই হচ্ছে না। প্রায়ই তারা গণমাধ্যমের শিরোনাম হয়ে আসছেন। কখনো তাদের সঙ্গে গভীর প্রেম, কখনো বা একে অন্যের থেকে দূরে আছেন- এমন সব সংবাদ পাওয়া যায়। মাঝে মধ্যে সম্পর্কের বিচ্ছেদের গুঞ্জনও শোনা যাচ্ছে!

    এদিকে বিজয়-রাশমিকা মান্দানা একই জায়গায় আলাদা আলাদা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। এসব অনেক দিন ধরেই চলছে তাদের মধ্যে। রোববার (১৫ জুন) প্রথম প্রকাশ্যে রাশমিকা বলেই ফেললেন, ‘বিজয় তার সব’!

    রোববার সন্ধ্যায় নাগার্জুন, ধনুষ, রাশমিকাসহ ‘কুবারা’র পুরো টিম হাজির সিনেমার গান প্রকাশের অনুষ্ঠানে। সেখানেই এক সাংবাদিক নায়িকার কাছে জানতে চান, বিজয় আপনার কাছে কী? এমন প্রশ্ন শুনে থমকে যান এ অভিনেত্রী। তাকে দেখে মনে হচ্ছিল কী বলবেন তা বুঝে উঠতে পারছেন না। এরপরেই এক গাল হেসে বলেন, ‘আমার সব। আমার সব কিছু নিয়ে তিনি আমার!’ কথা শেষ হওয়ার আগেই লজ্জা তার কণ্ঠরোধ করে দিচ্ছিল। হাসি দিয়ে কোনো মতে সামলে নিয়েছেন নিজেকে। রাশমিকাক প্রত্যেকটি কথা তখন গান প্রকাশের অনুষ্ঠানের মাইকে স্পষ্ট শোনা যাচ্ছিল। রাশমিকার এমন কথা শুনেই অনুষ্ঠানে হাততালির ঝড় বয়ে যায়।

    অনেক দিন ধরেই দক্ষিণী বিনোদন মহলে গুঞ্জন শোনা যাচ্ছিল। প্রেমের সম্পর্কে ডুবে আছেন বিজয়-রাশমিকা। কখনো সোশ্যাল মিডিয়ায় তার আভাস দিয়েছেন আলোচিত এ তারকা যুগল। কিন্তু তারা এ বিষয়টি কখনো কখনো বেমালুম এড়িয়ে গিয়েছেন, আবার কখনো রজস্যজনক জবাব দিয়েছেন। এ প্রথম রাশমিকা প্রকাশ্যে নিজের অনুভূতি ব্যক্ত। সম্প্রতি আরও শোনা গেছে, হবু শাশুড়ি নাকি তাকে শাড়ি দিয়ে আশীর্বাদ করেছেন। তাহলে যেসব গুঞ্জন এতদিন যেসব গুঞ্জন শোনা গেছে তা কি আসলেই সত্য।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ