সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • আসছে অজয়ের ‘রেইড ২’ দেখা যাবে ঘরে বসেই

    আসছে অজয়ের ‘রেইড ২’ দেখা যাবে ঘরে বসেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড তারকা অজয় দেবগনের ‘রেইড’ সিনেমাটি ব্যাপক সফলতা লাভ করেছিল। সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। এরই ধারাবাহিকতায় নির্মিত হয়েছে ‘রেইড ২’। এটি গত ১ মে মুক্তি পেয়েছে। অজয় দেবগন এবং রীতেশ দেশমুখ অভিনীত সিনেমাটি সবার প্রশংসা লাভ করে। একদিকে অজয়ের অসাধারণ অভিনয় অন্যদিকে রীতেশের চোখ ধাঁধানো চতুরতা- সব মিলিয়ে রোমাঞ্চ থ্রিলার এ সিনেমাটি খুব কম দিনেই বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল।

    ‘রেইড-২’ সিনেমায় অজয় দেবগন একজন সরকারি কর্মচারীর ভূমিকায় অভিনয় করেছেন। সরকারের নির্দেশে অবৈধভাবে লুকিয়ে রাখা সম্পত্তি খুঁজে বের করেন তিনি। প্রথম পর্বে সৌরভ শুক্লার বাড়িতে রেইড করেছিলে অজয়। এবার তারই ভাগ্নে অর্থাৎ রীতেশের বাড়িতে হানা দেয় অজয় দেবগনের পুরো টিম। এরপর শুরু হয় চোর পুলিশ গল্প, প্রতিটি পরতে পরতে উঠে আসে সাসপেন্স।

    প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার দেড় মাসের মধ্যেই সিনেমাটি দর্শকদের ঘরে বসে দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ, এবার ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আগামী ২৭ জুন ২০২৫ নেটফ্লিক্স ডিজিটাল প্লাটফর্মে সিনেমাটি দেখা যাবে। যেসব দর্শক প্রেক্ষাগৃহে দেখতে পারেনি তাদের জন্য এটাই হলো সুবর্ণ সুযোগ।

    এ সিনেমায় অজয় এবং রীতেশ ছাড়া অভিনয় করেছিলেন বানী কাপুর, তামান্না ভাটিয়া, অমিত সিয়াল প্রমুখ। রাজকুমার গুপ্ত নির্মিত এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন রীতেশ শাহ, করন ব্যাস এবং নির্মাতা নিজেই। প্রযোজনা করেছেন অভিষেক পাঠক, প্রজ্ঞা সিং, কৃষ্ণ কুমার, গৌরব নন্দ, ভূষণ কুমার এবং কুমার মঙ্গত।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ