সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • প্রযোজকের স্ত্রীর বিস্ফোরক ফেসবুক পোস্টে তোলপাড় টলিপাড়া

    নায়িকা পূজার বিরুদ্ধে অপহরণ ও অর্থ আত্মসাতের অভিযোগ

    নায়িকা পূজার বিরুদ্ধে অপহরণ ও অর্থ আত্মসাতের অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড ও টলিউডের পরিচিত মুখ অভিনেত্রী পূজা ব্যানার্জি এবং তাঁর স্বামী অভিনেতা কুণাল বর্মার বিরুদ্ধে বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা প্রযোজক শ্যামসুন্দর দে-কে অপহরণ করে ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। এই অভিযোগ এনেছেন প্রযোজকের স্ত্রী মালবিকা দে।

    সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে এক দীর্ঘ আবেগঘন পোস্টে মালবিকা দে এ অভিযোগ প্রকাশ্যে আনেন। তিনি লেখেন, “একটি পরিবারের জীবনে এরকম দুঃস্বপ্ন যেন আর কোনও দিন না নামে—এই আশায়, ভারাক্রান্ত হৃদয়ে শেয়ার করছি এই হৃদয়বিদারক ঘটনার বিবরণ।”

    মালবিকার দাবী অনুযায়ী, ৩১ মে ২০২৫ তারিখে গোয়ায় একটি ব্যবসায়িক সফরের সময় প্রযোজক শ্যামসুন্দর দে-কে অপহরণ করা হয়। অভিযোগে বলা হয়েছে, পূজা ব্যানার্জি, তাঁর স্বামী কুণাল বর্মা এবং তাঁদের ঘনিষ্ঠ বন্ধু পীযূষ কোঠারি একটি ভাড়া গাড়ি থামিয়ে প্রযোজককে জোরপূর্বক তুলে নিয়ে যান।

    অভিযোগ আরও গুরুতর রূপ নেয় যখন বলা হয়, শ্যামসুন্দর দে-কে একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং বলা হয়, যদি তিনি ৬৪ লাখ টাকা না দেন, তাহলে তাঁকে মাদক মামলায় ফাঁসানো হবে।

    মালবিকার অভিযোগ অনুযায়ী, ভয় দেখিয়ে প্রযোজককে তাঁর মোবাইল ফোন ও ব্যাংক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ দিতে বাধ্য করা হয়। এই প্রক্রিয়ায় তাঁকে মোট ২৩ লাখ টাকা দিতে বাধ্য করা হয়। এই অর্থের একটি অংশ নগদে পূজার সহকারী মুনমুনের কাছে দেওয়া হয় এবং বাকি টাকা পূজা ও কুণালের ব্যাংক অ্যাকাউন্টে RTGS-এর মাধ্যমে পাঠানো হয়।

    এছাড়াও শ্যামসুন্দর দে-কে বাধ্য করে একটি ভিডিও রেকর্ড করানো হয় এবং কাগজে সই নেওয়া হয় যাতে দেখানো যায় তিনি স্বেচ্ছায় গোয়ায় অবস্থান করছেন। অভিযোগ অনুযায়ী, তাঁর ব্যক্তিগত পাসওয়ার্ড চুরি করে ভবিষ্যতে ব্ল্যাকমেল করার পরিকল্পনাও করা হয়েছিল।

    গোয়া পুলিশের তৎপরতায়, SP (North Goa)-এর নেতৃত্বে অভিযানে শ্যামসুন্দর দে-কে উদ্ধার করা হয়। এরপর পূজা ব্যানার্জি, কুণাল বর্মা এবং পীযূষ কোঠারির বিরুদ্ধে একাধিক ফৌজদারি ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগ দায়ের হয়েছে ভারতীয় দণ্ডবিধির ধারা ১২৬(২), ১৩৭(২), ১৪০(২), ৩০৮(২), ১১৫(২), ৩৫১(৩), ৬১(২), ৩(৫)-এর আওতায়।

    মালবিকা দে তাঁর পোস্টে এফআইআর-এর কপি, পুলিশের অভিযোগপত্র, উদ্ধারের অনুরোধপত্র, হুমকির অডিও ক্লিপ, হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট, RTGS রসিদসহ একাধিক তথ্যপ্রমাণও প্রকাশ করেছেন।

    এই ঘটনার প্রেক্ষিতে এখনও পর্যন্ত পূজা ব্যানার্জি, কুণাল বর্মা বা তাঁদের ঘনিষ্ঠদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ