সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • বাবা-মাকে ভালোবাসা ও শ্রদ্ধার কোনো দিবস হতে পারে না :জায়েদ

    বাবা-মাকে ভালোবাসা ও শ্রদ্ধার কোনো দিবস হতে পারে না :জায়েদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়ক জায়েদ খান পাঁচ বছর আগে বাবা এম এ হককে হারিয়েছেন। ৮৪ বয়সে ক্যানসার, ও নিউমোনিয়াসহ বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পিরোজপুরের গ্রামের বাড়িতে দাদা-দাদির পাশে বাবাকে দাফন করেছেন জায়েদ খান।

    আজ বাবা দিবসে বাবাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন এই অভিনেতা। ফেসবুকে এক স্ট্যাটাসে জায়েদ লেখেন, ‘বাবা-মাকে ভালোবাসা ও শ্রদ্ধার কোনো দিবস হতে পারে না। বাবা-মায়ের আবার দিবস কি! ছেলেমেয়েরা বাবা-মাকে এত ভালোবাসলে বৃদ্ধাশ্রমে বাব-মা থাকতো না। আমরা অমানুষ। আমরা আমাদের বাবা-মাকে যথার্থ ভালোবাসতে পারিনি। তারা যেভাবে আমাদের লালন পালন করেছেন সেভাবে পারিনি। আমাদের মা-বাবাই আমাদের জান্নাত।’

    তিনি আরও লেখেন, ‘বাবা-মাকে সেবা করা সবার ভাগ্যে জোটে না। আজ নাকি বাবা দিবস। আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। যাবার আগে এভাবেই সারা রাত হাত ধরে ছিলাম। আমার চোখের পানি গড়িয়ে বাবার হাতের উপর পড়ল। বাবা অক্সিজেন মাস্ক পরেও আমার চোখের পানি পড়াটা টের পেল। মাস্ক খুলে আমাকে বললো, ‘বাবা কান্না কইরো না। বাবার সেই কথাটা এখনও কানে বাজে।’

    এই নায়ক সবশেষে লিখেছেন, ‘আল্লাহ পৃথিবীর সকল বাবা-মাকে ভালো রাখুক। আর তোমরা কেউ বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠিও না। এত বড় পাপ করো না।’

    জুলাই-আগস্টে আন্দোলনের আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। দীর্ঘদিন ধরে আমেরিকায় সময় কাটানো জায়েদ সেখানেই যুক্ত হয়েছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য়। সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে এই নায়ককে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ