মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • কক্সবাজারে সাগরে চবি ছাত্রের মৃত্যু, নিখোঁজ আরও দুই বন্ধু যুক্তরাষ্ট্রের শুল্কের মুখে বাংলাদেশ, সমঝোতার চেষ্টায় ঢাকা নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
  • দারুণ লড়েও সিঙ্গাপুরের কাছে হেরে গেল বাংলাদেশ

    দারুণ লড়েও সিঙ্গাপুরের কাছে হেরে গেল বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উচ্ছ্বসিত গ্যালারি, প্রাণপণ লড়াই, কিন্তু শেষটা হলো হতাশায় মোড়া। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে স্বাগতিক বাংলাদেশ। যদিও ফলাফল অনাকাঙ্ক্ষিত, তবু মাঠের খেলায় দর্শকদের মন জয় করেছে লাল-সবুজরা।

    ম্যাচের প্রথমার্ধেই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৪৫তম মিনিটে সিঙ্গাপুরকে এগিয়ে দেন সং উই ইয়ং। একটি থ্রো-ইন থেকে গোলমুখে আসা বল পাঞ্চ করতে গিয়ে গোললাইন ছেড়ে যান গোলরক্ষক মিতুল মারমা। ফিরতি বল পেয়ে অনায়াসে জালে পাঠান উই ইয়ং। শেষ মুহূর্তে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন হামজা চৌধুরী, কিন্তু তা যথেষ্ট ছিল না।

    দ্বিতীয়ার্ধের শুরুতে কৌশলে কিছু পরিবর্তন আনেন বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা। কিন্তু তাতেও রক্ষা হয়নি। ৫৯তম মিনিটে আবারও গোল হজম করে স্বাগতিকরা। হামি শিয়াহিনের একটি দূরপাল্লার শট ঠেকিয়ে দিয়েছিলেন মিতুল, তবে ফিরতি বলে গোল করেন ইকসান ফান্দি।

    তবে হাল ছাড়েনি বাংলাদেশ। ৬৭ মিনিটে হামজা চৌধুরীর দুর্দান্ত পাসে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান রাকিব হোসেন। সিঙ্গাপুরের ডিফেন্ডাররা গোললাইন থেকে বল সরাতে ব্যর্থ হন। ব্যবধান কমার সঙ্গে সঙ্গে ম্যাচে ফেরে উত্তেজনা, তৈরি হয় আরও কয়েকটি সুযোগ, তবে ফিনিশিংয়ের অভাবে সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।

    ম্যাচে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অভিষিক্ত মিডফিল্ডার শমিত সোম। প্রথমার্ধেই পাঁচটি নিখুঁত পাস বাড়িয়েছিলেন তিনি, যেগুলোর প্রতিটিই সম্ভাব্য গোল হতে পারতো। দুর্ভাগ্যবশত, রাকিব হোসেন ও ফাহমিদুল ইসলাম সেই সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হন।

    প্রথমার্ধে দারুণ আক্রমণাত্মক খেলা উপহার দিলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। ১৬ মিনিটে শাকিল আহাদের পাসে তপুর ক্রস থেকে বল পেয়ে গোল করতে ব্যর্থ হন রাকিব। অন্যদিকে, ৩০ মিনিটে গোলরক্ষক মিতুলের অসাধারণ সেভে নিশ্চিত গোল হজমের হাত থেকে রক্ষা পায় দল।

    শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে হামজারা, কিন্তু ফলাফল আর বদলায়নি। ম্যাচ শেষে হতাশ মুখে মাঠ ছাড়েন খেলোয়াড়রা, আর গ্যালারির উচ্ছ্বাস মিলিয়ে যায় বিষাদের সুরে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ