ফেনীতে টানা বর্ষণে দোকানপাটে ধস, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত


ফেনীতে গত ২৪ ঘণ্টায় ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বর্ষা মৌসুমে জেলার সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এমন ভারী বর্ষণ হচ্ছে। ফেনী ছাড়াও দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায়ও বৃষ্টিপাত বেড়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে ফেনী শহরের বেশ কয়েকটি এলাকায় পানি জমে গেছে, এতে করে জনদুর্ভোগ তৈরি হয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চল ও ব্যস্ত সড়কগুলোতে চলাচলে সমস্যা দেখা দিয়েছে।
তিনি বলেন, ফেনীতে টানা দুই দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে সর্বোচ্চ। আগামী ২-৩ দিন জেলাজুড়ে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
টানা বর্ষণে ফেনী শহরের ডাক্তার পাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, রামপুর, পাঠানবাড়ি, একাডেমি, নাজির রোড, পেট্রোবাংলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সকাল থেকে সড়কে চলাচলে চরম দুর্ভোগে পড়েন শহরবাসী।
এদিকে ভারী বৃষ্টিতে ফেনীর ফুলগাজী উপজেলা সদরের শ্রীপুর রোডে মুহুরী নদীর বাঁধ ভেঙে কয়েকটি দোকান ধসে পড়েছে। নিলক্ষ্মী-গাবতলা সড়কে বন্ধ রয়েছে যানচলাচল।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, মুহুরী নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে ভারী বৃষ্টি হলে নদীর পানি বাড়বে। ভাঙন রোধে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।
দৈএনকে/ জে. আ
