মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম

বাকেরগঞ্জের কাকরধা কেন্দ্রে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত

বাকেরগঞ্জের কাকরধা কেন্দ্রে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সারা দেশের ন্যায় বরিশালের বাকেরগঞ্জে চলছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৬১ হাজার ২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

বাকেরগঞ্জ উপজেলার ৬ নং ফরিদপুর ইউনিয়নের কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র কাকরধা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।পরীক্ষার শুরু থেকে  এ পর্যন্ত জেলা প্রশাসক,শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা,আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষক কর্মচারী এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় পরীক্ষা কেন্দ্রে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রের বাহিরের পরিবেশে ছিল বাড়তি সতর্কতা ২০০ গজের ভিতরে কোন ধরনের যানবাহন ও সাধারণ মানুষের প্রবেশ নিষেধ।

হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রী কলেজের পরীক্ষা কেন্দ্র ২০১৩ সালে অনুমতি পায় দীর্ঘ কয়েকটি বছর ধরে সম্মানের সাথে কলেজ কর্তৃপক্ষ পরিচালনা করে আসছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় এবং বরিশাল শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের মধ্য দিয়ে কেন্দ্রটি পরিচালনা করে আসছে তাই পরীক্ষা কেন্দ্রের সুনাম ক্ষুন্ন করার জন্য একটি মহল সংবাদ কর্মীকে মিথ্যা তথ্য দিয়ে ও ভুয়া ফেসবুক আইডি দিয়ে,জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ভুয়া মেসেজ দিয়ে পরীক্ষার্থীদের বিভ্রান্তি করার পায়তারা চালিয়ে যাচ্ছে একটি অসাধু মহল এবং বিভিন্ন মহলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। 

কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় এই কলেজের পাঠদান ভালো হওয়ায়। 
এই কলেজ থেকে লেখাপড়া শেষ করে অনেক ছাত্রছাত্রী আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার,প্রকৌশলী,সাংবাদিক, প্রশাসনিক,কর্মকর্তা,মেজর,ম্যাজিস্ট্রেট,রাজনীতিবিদ,কবি সাহিত্যিক অনেক গুরুত্বপূর্ণ স্থান অধিকার লাভ করেছেন। কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রী কলেজের সহযোগিতায় করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ায় কেন্দ্রে শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। 

বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দীকি জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে বরিশালে এইচএসসি পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। করোনা ও ডেঙ্গু সংক্রমণের বিষয়টি মাথায় রেখে তারা সব ধরনের ব্যাবস্থা গ্রহণ করেছেন।বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৩৪৯টি কলেজের মোট ১৪৪টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

কেন্দ্রের কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এইচএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থীরা ‘প্রোগ্রামেবল’ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। তবে ‘নন প্রোগ্রামেবল’ সায়েন্টিফেক ক্যাকুলেটর ব্যবহার করার সুযোগ পাবেন তারা।

এইচএসসি পরীক্ষার বিষয় বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ তিনি,শিক্ষার্থীদের চলমান পরিক্ষায় শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন