মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • গর্ভবতী নারী কর্মকর্তাকে রাঙামাটিতে বদলি: বেতারের ডিজির বিরুদ্ধে ‘অমানবিকতা’র অভিযোগ আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে এনসিপি: নাহিদ ইসলাম মেন্ডিসের দৃঢ় ব্যাটিংয়ে লঙ্কানদের বড় সংগ্রহের আশা যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় জমায়েত নিষিদ্ধ ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ: মালয়েশিয়া ফেরত চারজন ৪ দিনের রিমান্ডে অভিষেকেই চমক, এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ প্রশাসনিক স্থবিরতার কারণেই ‘মব কালচার’ বৃদ্ধি পাচ্ছে: রিজভী গাজায় প্রাণঘাতী হামলায় ৫ ইসরায়েলি সেনার মৃত্যু চাকরি হারানোর আতঙ্কে রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা
  • ৬০ বছরেও উন্নয়নছোঁয়া লাগেনি: কাঁচা রাস্তার কাদা পথেই হাঁটছে

    ৬০ বছরেও উন্নয়নছোঁয়া লাগেনি: কাঁচা রাস্তার কাদা পথেই হাঁটছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উন্নয়নের ধারায় যখন দেশের প্রতিটি অঞ্চলে পাকা সড়কের জাল ছড়িয়ে পড়ছে, তখনও বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের পাগলা উত্তরপাড়ার মানুষ হাঁটছে কাঁচা রাস্তার কাদা আর হতাশার পথ ধরে।স্থানীয় সূত্রে জানা গেছে, লেগির পুকুরের বিপরীতে গাজি সামাদের বাড়ি থেকে আশরাফ আলীর বাড়ি পর্যন্ত প্রায় ১২০০ ফুট রাস্তা দীর্ঘ ৬০ বছরেও সংস্কারের মুখ দেখেনি।

    মেইন রোড থেকে ২০০ মিটার পর্যন্ত ইটের রাস্তা থাকলেও তারপর থেকে পুরোটা কাঁচা এবং কর্দমাক্ত। বর্ষাকাল এলেই কাদা ও জলাবদ্ধতায় স্থানীয়দের চলাচল হয়ে পড়ে প্রায় অসম্ভব।

    স্কুলগামী শিশুদের এই রাস্তায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। অতিবৃষ্টির দিনে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে পৌঁছাতে পারে না। এলাকার অসুস্থ কেউ হঠাৎ হাসপাতালে নিতে গেলে সেই পথটাই হয়ে ওঠে এক বিভীষিকাময় যাত্রা।

    শুধু চলাচল নয়, কৃষিকাজ ও পণ্য পরিবহনেও এই রাস্তার দুরবস্থা বড় প্রতিবন্ধক।স্থানীয় কৃষক, দিনমজুরসহ সাধারণ মানুষের ভাষ্যমতে, তারা বহুবার রাস্তার জন্য কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু বাস্তবে পরিবর্তনের কোনো ছাপ মেলেনি।এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা স্বাক্ষরসহ ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।

    এ বিষয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন সাংবাদিকদের বলেন,বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। স্থানীয়দের আবেদন পাওয়ার পর সরেজমিন পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের সমস্যাগুলো নিরসনে আমরা পর্যায়ক্রমে কাজ করছি।

    এলাকাবাসীর দাবি, অবিলম্বে রাস্তাটি পাকা করে তাদের ন্যায্য চলাচলের অধিকার নিশ্চিত করা হোক।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন