ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের চারটি বিভাগ—ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল—আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার মধ্যে রয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু করে পরবর্তী ২৪ ঘণ্টায় উল্লিখিত বিভাগগুলোর বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) এবং কোথাও কোথাও অতি ভারী (>৮৮ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বেশ সক্রিয় এবং উত্তরাঞ্চলে তা বিস্তার লাভ করছে। এর প্রভাবে সাগরবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত এবং নদীবন্দরগুলোতে সতর্কবার্তা জারি রয়েছে।
দৈএনকে/ জে. আ

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন