ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিবের ফেরার ঘোষণা


দীর্ঘ বিরতির পর মাঠে ফেরার আগেই আরও একটি বড় সুযোগ পেলেন সাকিব আল হাসান। সিপিএলসহ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে দল পাওয়া এই তারকা অলরাউন্ডার এবার জায়গা করে নিয়েছেন গ্লোবাল টি-টোয়েন্টি লিগে।
আইএলটি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন দল দুবাই ক্যাপিটালস তাদের স্কোয়াডে নিয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে। দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশভ মহারাজের পরিবর্তে সাকিবকে দলে অন্তর্ভুক্ত করেছে তারা।
রোববার (৬ জুলাই) দলটির অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে সাকিবের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়।
সাম্প্রতিক সময়ে জাতীয় দলের বাইরে থাকলেও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিবের চাহিদা যে এখনো অটুট, সেটিই যেন আবার প্রমাণ হলো এই ঘোষণার মাধ্যমে।
এবারের গ্লোবাল সুপার লিগে অংশ নিচ্ছে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি, যার মধ্যে রয়েছে বাংলাদেশের দল রংপুর রাইডার্স। বাকি দলগুলো হলো: সেন্ট্রাল স্ট্যাগস (নিউজিল্যান্ড), গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স (ওয়েস্ট ইন্ডিজ), হোবার্ট হারিকেনস (অস্ট্রেলিয়া) ও আইএলটি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস (সংযুক্ত আরব আমিরাত)।
প্রথমে শোনা গিয়েছিল, রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল লিগে মাঠে নামবেন সাকিব আল হাসান। তবে রাজনৈতিক কিছু জটিলতার কারণে তাকে স্কোয়াডে নিতে পারেনি রংপুর ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত সাকিব জায়গা করে নেন দুবাই ক্যাপিটালস দলে—যারা টুর্নামেন্টে রংপুরের প্রতিপক্ষ হিসেবেই মাঠে নামবে।
দুবাই ক্যাপিটালস তাদের টুর্নামেন্ট শুরু করবে ১০ জুলাই সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১১ জুলাই হোবার্ট হারিকেনস, ১৩ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে লড়বে তারা। আর ১৬ জুলাই গ্রুপ পর্বের শেষ ম্যাচেই সাকিব খেলবেন তারই দেশের দল রংপুর রাইডার্সের বিপক্ষে।
টুর্নামেন্টে সাকিবের পারফরম্যান্স তাই বাড়তি নজরে থাকবে বাংলাদেশি ভক্তদের কাছে, বিশেষ করে রংপুর ম্যাচে।
