মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ১০ জুলাই দুপুর ২টায় প্রকাশ করা হবে এসএসসির ফল তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ সংশোধনী অবৈধ ঘোষণা হাইকোর্টের সংকটাপন্ন ফরিদা পারভীন, দেশবাসীর দোয়া চাইলেন স্বামী সংসার সামলে বিসিএসে সাফল্য, ইবি শিক্ষার্থী আরিফার অনন্য অর্জন ঝুঁকিনির্ভর তদারকিতে ব্যাংক খাত, রাজনৈতিক সংস্কারের তাগিদ গভর্নরের সাড়ে ১০ হাজার কোটি টাকা আদায়ে নিলামে উঠল এস আলমের সুগার কারখানা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় শুল্ক হ্রাসের সম্ভাবনা দেখছেন অর্থ উপদেষ্টা খালেদা জিয়ার কণ্ঠ নকল করে কোটি টাকার প্রতারণা? অনুসন্ধানে উঠছে রহস্যজনক তথ্য চেয়ারম্যানের সিদ্ধান্ত স্বৈরাচারী ও অবৈধ: আনিসুল ইসলাম সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ, শঙ্কার নাম বৃষ্টি
  • জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলার অভিযোগ

    জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলার অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ সদুর চর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় ভূমিতে কার্যক্রম পরিচালনার গুরুতর অভিযোগ উঠেছে হাবিবুর রহমান, ইউনুস, কবির, আব্দুল হক, শাহাজান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ।

    অভিযোগ সূত্রে জানা যায়, মকবুল আহমেদ এবং কেরামত আলী নামে দুই ভাই ১৯৪৭ সালে নিলাম খরিদ সূত্রে পৃথকভাবে ৯৪ শতাংশ করে জমির মালিক হন। পরবর্তীতে উভয়ের মৃত্যু হলে কেরামত আলীর ওয়ারিশরা গোপনে ভুয়া কাগজপত্র তৈরি করে মকবুল আহমেদের ওয়ারিশদের অংশ নিজেদের দখলে রাখেন।

    এ নিয়ে এমপি ১২৭/২০২৫ নম্বর মামলায় জমি জালিয়াতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত তদন্তভার সিআইডির উপর ন্যস্ত করেছেন। পাশাপাশি ৬০/২০২৫ নম্বর মোকদ্দমার অনুবলে বিরোধীয় জমিতে রায় ঘোষণার আগ পর্যন্ত কোনো কার্যক্রম চালাতে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

    তবে সম্প্রতি বিবাদীপক্ষ আদালতের আদেশ অমান্য করে বিরোধীয় জমি থেকে গাছ কাটে। এ ঘটনায় বাদীপক্ষ প্রতিবাদ করলে বিবাদীপক্ষ দলবল নিয়ে বাদীর বাড়িতে হামলার উদ্দেশ্যে হাজির হয়। আত্মরক্ষার্থে বাদীপক্ষ নিজ বাড়ির উঠোনে দাঁড়িয়ে প্রতিরোধের প্রস্তুতি নেয়, যা বিবাদীপক্ষ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ভুল তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।

    ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, বিবাদীপক্ষের মধ্যে দুইজন পুলিশ সদস্য এবং ডিসি অফিসে কর্মরত একজন চতুর্থ শ্রেণির কর্মচারীর প্রভাব কাজে লাগিয়ে তারা এসব অন্যায় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

    এমন ঘটনায় আঃ রব বাদি হয়ে ভোলা সদর মডেল থানায় একাধিক লিখিত অভিযোগ করেন।

    এ বিষয়ে অভিযুক্ত পরিবার গণমাধ্যমকে জানায় , তারা যে অভিযোগটি করেছে এটি সম্পূর্ণ ভিত্তি এবং সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করে আরে বলেন তারা পূর্বপরিকল্পিতভাবে আমাদের জমি দখল করার একটি পাঁয়ে তারা চালাচ্ছে আমি প্রশাসনের কাছে এর বিচার চাচ্ছি ।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন