নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা


এএফসি নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। এই অভূতপূর্ব সাফল্যের স্বীকৃতি হিসেবে দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আগামী সোমবার (৭ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে। এর মাধ্যমে দেশের নারী ক্রীড়াবিদদের প্রতি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপিত হলো।
গত শনিবার (৬ জুলাই) মধ্যরাতে মিয়ানমার থেকে ফিরে আসার পর ঢাকায় রাজকীয় সংবর্ধনা দেওয়া হয় সাবিনা-কৃষ্ণা ও দলের অন্যান্য সদস্যদের। উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে শুরু হয় তাদের বিজয় উৎসব।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরদিনই আসিফ মাহমুদ সজীব বাফুফে ভবনে গিয়ে নারী দলকে এক কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন, যা এক সপ্তাহের মধ্যেই পৌঁছে দেওয়া হয় খেলোয়াড়দের হাতে।
দায়িত্ব গ্রহণের পর থেকে ক্রীড়াক্ষেত্রে সাফল্য এলে দ্রুত আর্থিক প্রণোদনার মাধ্যমে উদ্দীপনা সৃষ্টি করে চলেছেন তিনি। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের এশিয়া কাপ জয়, অনূর্ধ্ব-২১ হকি দলের বিশ্বকাপের টিকিট অর্জন এবং নারী দলের বিভিন্ন পর্যায়ের সাফ জয়-সব ক্ষেত্রেই এসেছে তাঁর পক্ষ থেকে উদার পুরস্কার।
নারী ফুটবলের এবারের এই গৌরবময় অর্জন আবারও প্রমাণ করে দিয়েছে-সুযোগ ও সহায়তা পেলে বাংলাদেশের নারী ক্রীড়াবিদরাও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল সাফল্য এনে দিতে সক্ষম।
এন কে/বিএইচ
