মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির বিষয়ে আগ্রহী ঢাকা: প্রেস সচিব কক্সবাজারে সাগরে চবি ছাত্রের মৃত্যু, নিখোঁজ আরও দুই বন্ধু যুক্তরাষ্ট্রের শুল্কের মুখে বাংলাদেশ, সমঝোতার চেষ্টায় ঢাকা নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা
  • আনচেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম ম্যাচে হতাশাজনক ড্র

    আনচেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম ম্যাচে হতাশাজনক ড্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের নতুন যাত্রার শুরুটা প্রত্যাশিত হয়নি। দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচেই গোলশূন্য ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নতুন কোচের অধীনে ভিন্ন কিছু দেখার অপেক্ষায় থাকা ভক্তদের হতাশাই হয়েছে বেশি।

    ইকুয়েডরের ঘরের মাঠে খেলতে নেমে বল দখলে এগিয়ে থাকলেও তেমন কোনো ফলপ্রসূ আক্রমণ গড়তে পারেনি ব্রাজিল। পুরো ম্যাচে তারা মাত্র ৩টি অন টার্গেট শট নিতে সক্ষম হয়। বিপরীতে, স্বাগতিক ইকুয়েডর বেশ কয়েকবার ব্রাজিলের রক্ষণভাগকে ভোগালেও শেষ পর্যন্ত সুযোগ কাজে লাগাতে পারেনি।

    ম্যাচে ব্রাজিল ৩৭৬টি সফল পাস খেললেও তার ৭৫ শতাংশই ছিল নিজেদের অর্ধে। প্রতিপক্ষের অর্ধে তারা খেলেছে মাত্র ৯১টি পাস। অন্যদিকে, ইকুয়েডর ব্রাজিলের অর্ধে খেলেছে ২২২টি পাস, যা ম্যাচে আধিপত্যের দিকটি স্পষ্ট করে দেয়।

    প্রথমার্ধে ব্রাজিলের আক্রমণ ছিল ছন্দহীন ও পরিকল্পনাহীন। দ্বিতীয়ার্ধে রিচার্লিসন ও এস্তেভাওকে বদলি করে মাঠে নামানো হয় গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও ম্যাথিউস কুনিয়াকে, তবে তাতেও কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি।

    এই ড্রয়ের ফলে ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ব্রাজিল, যেখানে ইকুয়েডর দ্বিতীয় স্থানে ২৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে।

    এই পারফরম্যান্সে আনচেলত্তির প্রথম ম্যাচ যেমন জয়শূন্য, তেমনি ব্রাজিলের খেলার ধরনও বড় প্রশ্নের জন্ম দিয়েছে। ভক্তরা এখন দেখার অপেক্ষায়— পরবর্তী ম্যাচগুলোতে কীভাবে ঘুরে দাঁড়ায় সেলেসাওরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ