সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ‘লিচু বাগান’ গান দেখে মুগ্ধ চয়নিকা: “সাবিলা নূর এই গানে অনবদ্য”

    ‘লিচু বাগান’ গান দেখে মুগ্ধ চয়নিকা: “সাবিলা নূর এই গানে অনবদ্য”
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রায়হান রাফী পরিচালিত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’-এর দ্বিতীয় গান ‘লিচু বাগান’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গানটিতে সাবিলা নূর ও শাকিব খানের রোমান্স, গ্রামীণ পটভূমিতে পালকির দৃশ্য আর সাবিলার বোল্ড লুক প্রশংসা কুড়াচ্ছে।

    এদিকে নাটক ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে অভিনেত্রী সাবিলা নূরের প্রশংসা করেছেন। পাঠকদের জন্য তার লেখাটি সংক্ষিপ্তভাবে তুলে ধরা হলো—

    “এই লেখাটি একান্তই আমার ব্যক্তিগত। এটি শুধুই সাবিলা নূরের জন্য। হঠাৎ করেই সিনেমায় এসে কেউ দর্শকপ্রিয় হয়ে যাবে, এমনটা ভাবা ভুল। তবে ‘তাণ্ডব’-এর ‘লিচু বাগান’ গান দেখে আমি মুগ্ধ।

    গানের শুরুতে তার নাচের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। কোরিওগ্রাফি ছিল জটিল, কিন্তু সাবিলা সাবলীলভাবে তা করেছেন। সাদা পোশাকে তার উপস্থিতি মনে করিয়ে দেয় বোম্বের কোনো ফিল্মের গান।

    প্রতিটি স্টেপ, এক্সপ্রেশন, ড্রেসআপ, রিদম—সবকিছু নিখুঁত। সবচেয়ে বড় কথা, গানটি পরিবারের সঙ্গে বসে দেখা যায়, এতে কোনো অশালীনতা নেই। এমন মার্জিত কমার্শিয়াল গান সচরাচর দেখা যায় না।

    সাবিলা গানটিকে এত সুন্দরভাবে ধারণ করেছেন যে বুঝাই যায় না, এটি তার প্রথম সিনেমা। শাকিব খানের মতো মেগাস্টারের সঙ্গে অভিনয় করেও নার্ভাসনেস ছিল না।

    তাকে দারুণ লেগেছে—মায়াবী, গ্ল্যামারাস এবং আত্মবিশ্বাসী। আমি নিশ্চিত, সে অনেক দূর যাবে।

    সাবিলা, অভিনন্দন তোমাকে। তুমি কাজ দিয়ে প্রমাণ করেছো। তুমি বেস্ট।”

    চয়নিকা আরও ধন্যবাদ জানিয়েছেন পরিচালক রায়হান রাফী ও প্রযোজক শাহরিয়ার শাকিলকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ