সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • কেক খাওয়ানো নিয়ে অনন্ত-বর্ষার মজার মুহূর্ত ভাইরাল

    কেক খাওয়ানো নিয়ে অনন্ত-বর্ষার মজার মুহূর্ত ভাইরাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এখন থেকে দেড় দশক আগে, অর্থাৎ ২০১০ সালে ‘খোঁজ : দ্য সার্চ’ সিনেমার মাধ্য ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষার। সিনেমাটিতে তার সঙ্গে ছিলেন প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল। তারা অবশ্য এখন স্বামী-স্ত্রী। কয়েকটি সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। কুড়িয়েছেন দর্শকের ভালোবাসা।

    এ তারকা জুটি এক যুগেরও বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন। বিভিন্ন আনন্দঘন মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নেন তারা। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন এই জুটি। তারই একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যালে। সেই ক্লিপ নিয়েই আবার বিভিন্ন ধরনের চর্চা ছড়ানো হয়েছে।

    ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা গেছে, মডেল নাজমি জান্নাত অভিনেতা অনন্ত জলিলকে কেক খাইয়ে দিচ্ছেন। যা দেখে অভিমান করে সেখান থেকে নায়কের স্ত্রী বর্ষা চলে যান বলে দাবি করা হয়। এ নিয়ে একবার অবশ্য কথাও বলেছেন চিত্রনায়িকা বর্ষা। এবার নতুন করে আরও একবার কথা বললেন, স্পষ্ট করলেন সেই বিষয়টি।

    বুধবার (৪ জুন) দুপুর পৌনে ১২টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে বর্ষা দুটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, কয়েকদিন আগের সেই অনুষ্ঠানে স্ত্রী বর্ষার মুখে কেক তুলে দিচ্ছেন অনন্ত জলিল। আনন্দঘন সেই মুহূর্তের ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘ভাগ্যিস তুমি (অনন্ত জলিল) কাউকে কিছু খেতে দাও নাই। এডিটগুলো খুব প্রশংসা পাবার মতো।’

    লাস্যময়ী এ সুন্দরী নায়িকা আরও লিখেছেন, ‘এটা খুব সাধারণ ব্যাপার ছিল কিন্তু। আর এই এডিটিংয়ের যুগে নিজেরা নিজেদের মতো করে মজা নিলেন। আমিও খুব হেসেছি, সঙ্গে আপনাদের ভাইও।’

    এ অভিনেত্রী লিখেছেন, ‘মজার ব্যাপার হলো, মেয়েটা কে ছিল? আমরা দু’জন কেউ চিনি না। আর উনি নিজে থেকেই এসে কেক খাওয়াবে অনন্ত ভাইকে। একটা কথা, উনি ফুলও দিয়েছেন আমাদের দু’জনকে, উনাকে কেউ বলেনি যে আপনি এগুলো করেন। নিজে নিজেই করেছেন। মনে রাখবেন, না জেনে কাউকে নিয়ে কিছু বলা খুব বড় ভুল এবং অপরাধ।’

    এর আগে এ ব্যাপারে গত ২ জুন বিকেল ৫টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে বর্ষা একটি স্ট্যাটাসে বলেন, ‘সঠিক তথ্য না জেনে খবর প্রকাশ করা কোন দেশের কাজ? নিজেই জানলাম না, কে কাকে কি খেতে দিয়েছে এবং চামচ দিয়ে দিয়েছে, না চামচ ছাড়া, চিনি যুক্ত, না চিনি ছাড়া।’

    স্ট্যাটাসটিতে কিছুক্ষণ পরই একটি মন্তব্য জুড়ে দিয়েছিলেন এ নায়িকা। সেখানে তিনি উল্লেখ করেছেন, ‘বিনোদনের বাইরেও মিডিয়ার শক্তি সেই। পাকা আমকে আমরা ছোট পাকা পেঁপে ভাবা বান্দা।’


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ