মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • খালেদা জিয়ার কণ্ঠ নকল করে কোটি টাকার প্রতারণা? অনুসন্ধানে উঠছে রহস্যজনক তথ্য চেয়ারম্যানের সিদ্ধান্ত স্বৈরাচারী ও অবৈধ: আনিসুল ইসলাম সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ, শঙ্কার নাম বৃষ্টি বিগত তিন নির্বাচন বৈধ বলা পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না: সিইসি যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির বিষয়ে আগ্রহী ঢাকা: প্রেস সচিব কক্সবাজারে সাগরে চবি ছাত্রের মৃত্যু, নিখোঁজ আরও দুই বন্ধু যুক্তরাষ্ট্রের শুল্কের মুখে বাংলাদেশ, সমঝোতার চেষ্টায় ঢাকা নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার
  • পঞ্চগড়ে গ্রাম আদালত বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু 

    পঞ্চগড়ে গ্রাম আদালত বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ে দুইদিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ মে) স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের অংশ হিসেবে উপজেলা পরিষদের হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন।

    এতে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী। 

    পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান প্রমূখ বক্তব্য রাখেন।

     এসময় জেলা প্রশাসক সাবেত আলী বলেন, সাধারণ মানুষের কাছে দ্রুত, স্বল্প ব্যয়ে এবং সহজ প্রক্রিয়ায় বিচার সেবা পৌঁছে দিতে গ্রাম আদালত কার্যকর একটি মাধ্যম। এই প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে আরও সচেতন ও দক্ষ হবেন।

    তিনি আরো বলেন, সরকার গ্রাম আদালতের কার্যক্রম জোরদারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় পঞ্চগড়েও এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে যারা অংশ নিচ্ছেন, তারা যেন নিজেদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করেন, সেটিই আমাদের প্রত্যাশা।

    প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা আরো শক্তিশালী করা হচ্ছে। গ্রাম আদালতের কার্যক্রমকে স্বচ্ছ, গতিশীল ও জনগণের আস্থাভাজন করতে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের গঠন, বিচারপ্রক্রিয়া, মামলা নিষ্পত্তির ধারা ও প্রাসঙ্গিক আইনি কাঠামো সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভ করবেন।

    বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় দুইদিন ব্যাপী এই কর্মশালায় সদর উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় ৭২ জন ইউপি সদস্য প্রশিক্ষনে অংশ নেন।


    পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন