মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • গর্ভবতী নারী কর্মকর্তাকে রাঙামাটিতে বদলি: বেতারের ডিজির বিরুদ্ধে ‘অমানবিকতা’র অভিযোগ আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে এনসিপি: নাহিদ ইসলাম মেন্ডিসের দৃঢ় ব্যাটিংয়ে লঙ্কানদের বড় সংগ্রহের আশা যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় জমায়েত নিষিদ্ধ ইরান-ইসরায়েল উত্তেজনার মাঝে দ্বিতীয় দফায় ফিরলেন ৩২ বাংলাদেশি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ: মালয়েশিয়া ফেরত চারজন ৪ দিনের রিমান্ডে অভিষেকেই চমক, এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ প্রশাসনিক স্থবিরতার কারণেই ‘মব কালচার’ বৃদ্ধি পাচ্ছে: রিজভী গাজায় প্রাণঘাতী হামলায় ৫ ইসরায়েলি সেনার মৃত্যু চাকরি হারানোর আতঙ্কে রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা
  • সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ, শঙ্কার নাম বৃষ্টি

    সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ, শঙ্কার নাম বৃষ্টি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়ার দোরগোড়ায় বাংলাদেশ দল। পাল্লেকেলেতে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে, যেখানে দুই দল ১-১ সমতায়। প্রথম ম্যাচে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয় টাইগাররা। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ছিল অসাধারণ পারফরম্যান্স। সিরিজ নির্ধারণী এই ম্যাচে সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে মেহেদী হাসান মিরাজরা। তবে ম্যাচের আগে আলোচনায় আবহাওয়ার পূর্বাভাস—বৃষ্টি হতে পারে বড় বাধা। বাংলাদেশ সময় বিকাল ৩টায় ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে।

    প্রথম ওয়ানডেতে হারের পর চাপের মুখে ছিল বাংলাদেশ দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে দৃশ্যপট বদলে যায় পুরোপুরি। পারভেজ হোসেন ইমনের সাবলীল শুরু আর তাওহীদ হৃদয়ের দায়িত্বশীল অর্ধশতকে ভর করে শক্ত ভিত পায় টাইগাররা। তবে সবচেয়ে বড় চমক ছিলেন শামীম হোসেন পাটোয়ারী। ব্যাটার পরিচয়ে খেললেও বল হাতে ৯ ওভারে মাত্র ২২ রান দিয়ে তুলে নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কার মূল্যবান উইকেট। যিনি প্রথম ম্যাচে সেঞ্চুরি করে স্বাগতিকদের জিতিয়েছিলেন।

    নাজমুল হোসেন শান্ত দুই ম্যাচেই ভালো সূচনা করেও ইনিংস বড় করতে পারেননি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এখনো খুঁজে ফিরছেন নিজের ফর্ম—না ব্যাট হাতে, না বল হাতে। জাকের আলী অনিকের ব্যাটিং পজিশন নিয়েও প্রশ্ন উঠেছে। তাকে উপরের দিকে নামালে হয়তো মিডল অর্ডারে ভারসাম্য আসত।

    শ্রীলঙ্কান বোলাররাও ছিলেন ধারাল, বিশেষ করে আশিথা ফার্নান্দো দ্বিতীয় ম্যাচে চার উইকেট নিয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে চাপ সৃষ্টি করেছিলেন। বাংলাদেশের টেলএন্ডাররাও খুব একটা লড়াই করতে পারেননি।

    অন্যদিকে, লঙ্কান ইনিংসেও দেখা গেছে ধস। কুশল মেন্ডিস ঝড়ো শুরু করলেও তার বিদায়ের পর খেই হারায় দলটি। জানিথ লিয়ানাগে কিছুটা চেষ্টা করলেও ম্যাচ জেতানোর মতো ইনিংস খেলতে পারেননি।

    বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি ছিল বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের অসাধারণ বোলিং। মাত্র দ্বিতীয় ওয়ানডেতেই ৫ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ জুটিগুলো ভেঙে দেন তিনি। জানালেন, টি-টোয়েন্টিতে যে নতুন অ্যাকশন নিয়েছিলেন তা কাজে দেয়নি, তাই ফিরেছেন পুরোনো ছন্দে—সেই ছন্দেই তিনি লঙ্কান ব্যাটারদের নাজেহাল করেছেন।

    আজকের তৃতীয় ওয়ানডে সিরিজ নির্ধারণী ম্যাচ, তাই দুই দলের দৃষ্টিই এখন পাল্লেকেলেতে। কিন্তু বড় প্রশ্ন তৈরি করেছে বৃষ্টির আশঙ্কা। যদি পূর্ণ ম্যাচ হয়, তবে এক উত্তেজনাপূর্ণ লড়াই প্রত্যাশা করাই যায়। বাংলাদেশ দলের সামনে বিরল সুযোগ—শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। আগের দুইবার ১-১ সমতায় সিরিজ শেষ হয়েছিল বৃষ্টির কারণে। এবারও যদি বৃষ্টি হানা দেয়, তাহলে টাইগারদের হতাশা বাড়বে আরও একবার।

    আজকের ম্যাচ শুধু ব্যাট-বলের লড়াই নয়, এক অর্থে প্রকৃতির সঙ্গেও। ইতিহাস কি এবার ধরা দেবে? নাকি বৃষ্টি ফের বাঁধা হয়ে দাঁড়াবে?


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ