বিগত তিন নির্বাচন বৈধ বলা পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না: সিইসি


গত তিনটি জাতীয় সংসদ নির্বাচন ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য’ ছিল বলে দাবি করে, ভবিষ্যতে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বা সাফাই দেওয়া বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, “আমরা কোনো রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বা আগেই সিদ্ধান্ত নিয়ে আসা পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দিতে চাই না। নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও দেশের স্বার্থ সবার আগে।”
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, গত তিনটা নির্বাচনে যারা সার্টিফিকেট দিয়েছে- ‘খুব সুন্দর, ক্রেডিবল নির্বাচন’ হয়েছে, তাদের নেব কেন? যাদের অভিজ্ঞতা আছে, ক্রেডিবিলিটি আছে তাদের নেব।
আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণে আসতে আগ্রহী জানিয়ে এএমএম নাসির উদ্দিন বলেন, ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আমরা অলরেডি পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। তারা বলছিল আসতে চায়।
