সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • আরব আমিরাতে কূটনৈতিকদের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

    আরব আমিরাতে কূটনৈতিকদের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন দেশের কূটনৈতিকদের সম্মানে আয়োজিত হলো এক বর্ণাঢ্য আয়োজন। গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় আবুধাবির একটি অভিজাত হোটেলের বলরুমে আয়োজিত হয় এই জমকালো অনুষ্ঠানটি।

    অনুষ্ঠানের আয়োজন করে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত মো. তারেক আহমেদ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ও প্রবাসী বাংলাদেশিদের অবদান তুলে ধরেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ বিন আলী আল সায়েগ। তিনি বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করেন এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

    রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, “বাংলাদেশে এখন নতুন এক রাজনৈতিক বাস্তবতা বিরাজ করছে। জাতির ইতিহাসে আগস্টের পর এটাই প্রথম স্বাধীনতা দিবস, যা বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতেও আমরা একই আবেগ নিয়ে এই দিনটি পালন করছি, যেন এটি আমাদের প্রিয় বাংলাদেশেরই একটি ক্ষুদ্র ভূখণ্ড।”

    তিনি আরও বলেন, “প্রবাসী বাংলাদেশিরা অতীতে যেমন জাতীয় উৎসবে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, ভবিষ্যতেও একইভাবে তারা নিজেদের পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল জাতি হিসেবে তুলে ধরবে—এমনই প্রত্যাশা করছি।”

    অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক, আমিরাত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আনন্দঘন পরিবেশে সম্পন্ন হওয়া এই আয়োজনে ছিল দেশীয় সংস্কৃতির আবহ, কূটনৈতিক সৌজন্য বিনিময় এবং এক বর্ণাঢ্য রিসেপশন।

    অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য পরিবেশন করা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, মিষ্টান্ন ও নানান ধরনের মুখরোচক আয়োজন।

    এই আয়োজন প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশটির ঐতিহ্য ও কূটনৈতিক সৌহার্দ্য তুলে ধরতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন