ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ফ্রান্সে ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ


ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা ও বর্বরতার বিরুদ্ধে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, ফ্রান্স শাখা।
রোববার (১৩ এপ্রিল) বিকেলে প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক স্কয়ারে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, ফ্রান্স শাখার সভাপতি শাহ এনামুল হাসান মাওলা।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনের নিরস্ত্র নাগরিকদের ওপর চলমান ইসরায়েলি হামলাকে ‘মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ’ হিসেবে আখ্যায়িত করে বলেন, এ ধরনের বর্বরতার বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলা এখন সময়ের দাবি।
সভাপতি শাহ এনামুল হাসান বলেন, "বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত গাজায় সন্ত্রাসী ইহুদি রাষ্ট্রের গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি গাজাবাসীদের রক্ষায় বিশ্ব মুসলিম সম্প্রদায়, বিশেষ করে বাংলাদেশ সরকার ও জনগণকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।"
সমাবেশে আরও উপস্থিত ছিলেন—সংগঠনের নেতা গোলাম মাওলা হিমেল, মামুনুর রশীদ, শরিয়ত উল্লাহ মিলন, সাইফুল ইসলাম সবুজ, সাখাওয়াত হোসেন, পলাশ হোসেন, রবিউল হোসেন, শিরিন আক্তার, নিশান আক্তার ও আরফা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শুধু মুসলিম নয়, বিশ্ব মানবতাবাদীদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। গাজা আজ রক্তাক্ত, শিশু-নারীদের আর্তনাদ বিশ্ব বিবেককে নাড়িয়ে দিচ্ছে। এখনই সময় প্রতিরোধের কণ্ঠকে জোরালো করার।
সমাবেশ থেকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানানো হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
প্যারিস প্রতিনিধি
