সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সংযুক্ত আরব আমিরাত রাষ্ট্রপতি

    ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধ হবে

    ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধ হবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. তারেক আহমেদ দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। এ সময় দুই দেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করে রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন যে, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধ হবে।

    বৃহস্পতিবার (১০ এপ্রিল) আবুধাবির কাসর আল ওয়াতান প্রাসাদে সংযুক্ত আরব আমিরাত সরকারের উদ্যোগে নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই পরিচয়পত্র পেশ করেন। অনুষ্ঠানে অন্যান্য দেশের রাষ্ট্রদূতরাও তাদের পরিচয়পত্র পেশ করেন।

    বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতির সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ের সময় দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি তাঁর আন্তরিক সহানুভূতির জন্য রাষ্ট্রদূত তারেক আহমেদ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ও শুভকামনাও পৌঁছে দেন।

    রাষ্ট্রদূত তারেক আহমেদ দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ, দৃঢ় ও দীর্ঘস্থায়ী সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের পক্ষ থেকে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

    এসময় আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানও পারস্পরিক স্বার্থে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন এবং রাষ্ট্রদূতকে আন্তরিক শুভকামনা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

    একই অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছাড়াও গুয়াতেমালা, দক্ষিণ সুদান, কিরগিজস্তান, পূর্ব তিমুর, তুরস্ক, টুভালু, ইসরায়েল, পানামা, স্পেন, চাদ এবং জর্জিয়ার রাষ্ট্রদূতগণ তাঁদের পরিচয়পত্র পেশ করেন।


    নতুন/কাগজ/মাহিম/আমিরাত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন